এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সপ্তাহের প্রথম দিনেই কি কলকাতা অবরুদ্ধ করবে বিজেপি? অনুমতি না পেলেও আন্দোলনের হুঁশিয়ারিতে ব্যাপক চাপে প্রশাসন!

সপ্তাহের প্রথম দিনেই কি কলকাতা অবরুদ্ধ করবে বিজেপি? অনুমতি না পেলেও আন্দোলনের হুঁশিয়ারিতে ব্যাপক চাপে প্রশাসন!


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত একগুচ্ছ বিধি-নিষেধ চলছে রাজ্যে। সেভাবে মিটিং, মিছিল সমাবেশ করার ব্যাপারে অনুমতি নেই। কিন্তু কসবার ভুয়ো ভ্যাকসিনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরকার পক্ষকে চাপে ফেলতে রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর সেই লক্ষ্য নিয়েই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার কলকাতা পৌরসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই মত পৌরসভার কাছে বিজেপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পৌরসভার পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে করোনা ভাইরাসের কথা জানানো হয়েছে। তবে তারা যে আন্দোলন থেকে পিছিয়ে আসবে না এবং সপ্তাহের প্রথম দিনেই যে কলকাতাকে কার্যত অবরুদ্ধ করে দেবে, তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য থেকে কার্যত স্পষ্ট হয়ে গেল।

বস্তুত, বিজেপির পক্ষ থেকে আগেভাগেই আশঙ্কা করা হয়েছিল যে, কোনোমতেই সরকার বা প্রশাসন তাদের এই কর্মসূচির আবেদনে মান্যতা দেবে না। তাই এই আশঙ্কাকে মাথায় নিয়ে কিভাবে সেই পরিকল্পনাকে সার্থক করা যায়, তার জন্য নিজেদের মধ্যেই আলোচনা করতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। এদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে অনুমতি না পাওয়ার পরেই কোনো বাধার সামনে যে তার মাথা নত করবেন না, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সোমবার নির্দিষ্ট সময় অনুযায়ী মিছিল হবে। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে কারও বাধা গ্রাহ্য করা হবে না।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বিধানসভার অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনেই একেবারে গেরিলা কায়দায় বিধানসভার অলিন্দে সরকার পক্ষকে আন্দোলনের মধ্য দিয়ে চাপে ফেলে দিয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, রাজ্যজুড়ে আগামী দিনে বিধানসভার ভেতরে হোক বা বাইরে, সব সময় বিজেপি রাজ্য নেতৃত্ব যে এই গেরিলা কায়দাতেই নিজেদের আন্দোলন চালিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে বিজেপির সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যে, বিভিন্ন কর্মসূচি করার আবেদন জমা দেওয়া হলেও, তাতে অনুমতি দেওয়া হয় না প্রশাসনের পক্ষ থেকে। বর্তমানে রাজ্যে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। 75 টি আসন পেয়ে ক্রমাগত শাসক শিবিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।

 

আর এই পরিস্থিতিতে কসবার ভুয়ো ভ্যাকসিনের ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে আন্দোলনের জন্য অনুমতি চাওয়া হলেও, সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে না আসার পরেই কোনো বাধা মানা হবে না বলে কার্যত সেই গেরিলা আন্দোলনের রূপরেখার কথাই কি বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? তাহলে কি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার বিজেপির এই গেরিলা আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে যাবে মহানগরী? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!