এখন পড়ছেন
হোম > রাজ্য > সংখ্যালঘু মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ ও লক্ষ টাকা ঋণ রাজ্য সরকারের

সংখ্যালঘু মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ ও লক্ষ টাকা ঋণ রাজ্য সরকারের

এদিন কোচবিহারে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ৪৬ জন সংখ্যালঘু মহিলাকে ব্যবসার জন্য প্রায় ১৭ লক্ষ টাকার ঋণপত্র তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এই ঋণদান করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও সংখ্যালঘু দফতরের আধিকারিকরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন অনুষ্ঠানের সূচনা করে মন্ত্রী রবীন্দ্রনাথ বাবু বললেন, “রাজ্য সরকার সংখ্যালঘু উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করছে। জেলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষে ঋণ দেওয়া হচ্ছে। সেখানে ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণে ভরতুকি থাকছে।” শুধু ঋণপত্র প্রদানই নয় এর সাথে পুলিশের চাকরিতে আবেদনকারী ৯০ জন সংখ্যালঘু যুবক-যুবতীকে নিয়ে পুলিশের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল। এই সকল যুবক যুবতী কে মোট ৬০ ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য জেলার সংখ্যালঘু দফতর সূত্রে জানা গিয়েছে, আবেদনের ভিত্তিতে পুলিশের চাকরি প্রার্থী যুবক ও যুবতীদেরই কেবলমাত্র এই প্রশিক্ষণ দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!