এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একনজরে – এই মুহূর্তের – বিশেষ বিশেষ খবর – দুপুর ২:০০ টো

একনজরে – এই মুহূর্তের – বিশেষ বিশেষ খবর – দুপুর ২:০০ টো


গতিময় জীবনের মাঝে, চারিদিকে ঘটে চলা খবরের সর্বশেষ আপডেট, প্রিয় বন্ধু বাংলার পেজে। একনজরে এই মুহূর্তের সব থেকে বড় খবরের সমস্ত আপডেট এক জায়গায় –

১. কর্ণাটকবাসী আমাকে এবং আমার দলকে প্রত্যাখ্যান করেছেন, কংগ্রেসের দয়ায় আমি মুখ্যমন্ত্রী হয়েছি – জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

২. আয়ারল্যান্ডের গণভোটে জয়ী গর্ভপাত বিরোধী আইন শিথিল করার দাবি। মৃত ভারতীয় চিকিত্‍সক সবিতা হলপ্পনবারের নামে নতুন আইনের নাম রাখার প্রস্তাব।

৩. মনুয়া কাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরে – নন্দকুমারের কালাপেনিয়া গ্রামে সমীর বর্মনের মৃত্যতে তাঁর স্ত্রী উমার হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের।

৪. দেশজুড়ে চলছে উপনির্বাচন – ভাণ্ডারা-গোণ্ডিয়ায় কিছু বুথে ইভিএম খারাপ থাকায় সেখানে ভোটদান স্থগিত।

৫. ২০ বছরের দাম্পত্যজীনের ইতি টানতে চলেছেন জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল।

৬. রাশিয়া বিশ্বকাপে মিশরের জার্সিতে সালাহর খেলার সম্ভাবনা উজ্জ্বল, ছোট তেমন গুরুতর নয় জানালো চিকিৎসকেরা।

৭. ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক সিব্বু বি নয়ামগৌড়া।

৮. মহারাষ্ট্রের শিরুরের রামালিঙ্গা গ্রাম পঞ্চায়েতে সরপঞ্চ পদের লড়াইয়ে ‘নকল’ বিরাট কোহলিকে এনে হইচই ফেলে দিলেন জনৈক ভিত্তল গণপত গাভাতে।

৯. আগামীকাল বের হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

১০. মাসে ৪ বারের বেশি টাকা তুললেই এবার বন্ধ হয়ে যেতে পারে জনধন অ্যাকাউন্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!