এখন পড়ছেন
হোম > জাতীয় > কুমারস্বামীর মন্তব্য ঘিরে জল্পনা,চাপ দিচ্ছে কি কংগ্রেস?

কুমারস্বামীর মন্তব্য ঘিরে জল্পনা,চাপ দিচ্ছে কি কংগ্রেস?


“আমি তো কংগ্রসের দয়ার উপর নির্ভরশীল” এমনই মন্তব্য শোনা গেলো কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোটের নতুন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর মুখে। দায়িত্ব পাওয়াও ৭ দিন পুরতে না পুরতেই তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে ভীষণ রকম জল্পনা শুরু হল জোট সরকার নিয়ে রাজনৈতিকমহলের অন্দরে। এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে আক্ষেপ করেই তিনি বলে ফেলেলেন যে কর্নাটকের সাড়ে ছ’ কোটি আমজনতা জেডিএস দলের পাশে ছিল না এবারের বিধানসভা নির্বাচনে। তিনি অনেক আশা করেছিলেন এবার মানুষ তাঁদের সঙ্গে হাত মেলাবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে, বিজেপি তরফ থেকে এসেছে অন্য চাপ। কুমারস্বামী মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার দিন থেকেই বিজেপি বলে যাচ্ছে রাজ্যসরকার যদি ৫৩ হাজার কোটি টাকার কৃষিঋণ অবিলম্বে মুকুব না করে তাহলে গোটা রাজ্যজুড়ে তাঁরা ডাক দেবে ধর্মঘটের। তার উপর আবার চাপ বাড়িয়েছে জোটসঙ্গী কংগ্রেস, মন্ত্রীসভার অর্থ দফতরের দাবী জানিয়ে।

ফলত দায়িত্ব কাঁধে আসার পর দুদিকের সাড়াশী চাপে জেরবার অবস্থা কুমারস্বামীর। তাই কি তাঁর মুখ থেকে বেরিয়ে পড়ল এমন অপ্রত্যাশিত মন্তব্য? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বিরোধীমহল থেকে। প্রশ্ন উঠেছে কংগ্রেসকে জোটসঙ্গী হিসাবে বেছে নিয়ে জেডিএসের তরফের হতাশা নিয়েও। নয়তো তিনি কেন ‘কংগ্রসেড দয়ার উপর নির্ভরশীল’ বললেন? তবে এসব প্রশ্নের জবাবে কুমারস্বামী জানালেন যে সংখ্যাগরিষ্ঠতা থাকলে জেডিএসকে কারোর কাছে মাথা নোয়াতে হত না। জোট সরকার কখনোই কারোর স্বাধীন সিদ্ধান্তে চলে না। তাই তিনি এমন বলেছেন যে কংগ্রেসের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। এদিন তিনি এসব বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যার পাশাপাশি এটাও জানান যে কৃষি ঋণ মুকুবের ব্যাপাবে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে বৈঠকও হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!