এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল ছেড়ে বিজেপিতে নেতা-নেত্রী, ঘর ভাঙলো গেরুয়া শিবিরের!

তৃণমূল ছেড়ে বিজেপিতে নেতা-নেত্রী, ঘর ভাঙলো গেরুয়া শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর পথ ধরে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে, ঠিক তখনই উল্টো ঘটনা ঘটতে দেখা গেল রাজ্যে। যেখানে রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা গেল চাঁদেরঘাট পঞ্চায়েতের বিজেপি প্রধান এবং উপপ্রধানকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা এখন ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। যেখানে প্রতিনিয়ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে, সেখানে বিজেপি ছেড়ে দুই জনপ্রতিনিধিদের ঘাসফুল শিবিরে যোগদান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। আর এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি যে অনেকটাই চাপে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন নদীয়া জেলা তৃণমূলের সহ-সভাপতি জুলফিকার আলি খান চাঁদেরঘাট পঞ্চায়েতের বিজেপি প্রধান প্রতিমা বিশ্বাস এবং উপপ্রধান দিলীপ মন্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। যে ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে তৃণমূল 6, বিজেপি 6 এবং সিপিএম 1 টি আসন পেয়েছিল। পরবর্তীতে সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে জোট করে এই পঞ্চায়েত গঠন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যদের একাংশ অভিযোগ করতে শুরু করেন।

তাঁদের অভিযোগ ছিল যে, তৃণমূলের তুহিন মন্ডলের কথা মত কাজ করছেন প্রধান এবং উপপ্রধান। এমনকি বেশ কিছুদিন আগে তৃণমূলের বিরোধী দলনেতা তুহিন মন্ডলের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় প্রধান প্রতিমা বিশ্বাসকে। আর এরপরই জল্পনা আরও বাড়তে শুরু করে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি বিজেপির কর্মী-সমর্থকেরা সেই পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এরপরই সেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন এইভাবে তারা বিজেপি ত্যাগ করলেন? এদিন এই প্রসঙ্গে এই পঞ্চায়েতের প্রধান প্রতিমা বিশ্বাস বলেন, “বিজেপি কর্মীরা লোভী। মেয়েদের সম্মান দিতে জানে না। তৃণমূলের হাত ধরে উন্নয়ন হচ্ছে বলে এই দলে যোগ দিলাম।” একই কথা শোনা গেছে উপপ্রধান দিলীপ মন্ডলের গলাতেও। তবে যেখানে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে, সেখানে এই পঞ্চায়েত বিজেপির দুই জনপ্রতিনিধি যেভাবে তৃণমূলে যোগদান করলেন, তাতে কি বিজেপি চাপে পড়ল না! এদিন এই প্রসঙ্গে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি আশুতোষ পাল বলেন, “স্থানীয় কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বিজেপি প্রধান এবং উপপ্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল আরও শক্তিশালী হলে বলে দাবি করেছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা। সব মিলিয়ে রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়লেও, নদীয়াতে বিজেপি প্রধান এবং উপপ্রধানের তৃণমূলে যোগদান যথেষ্ট বেকায়দায় ফেলে দিল ভারতীয় জনতা পার্টিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!