এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আসন রফা নিয়ে ভোটের মুখে জটিলতা বেড়েই চলেছে সংযুক্ত মোর্চা শিবিরে

আসন রফা নিয়ে ভোটের মুখে জটিলতা বেড়েই চলেছে সংযুক্ত মোর্চা শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির পাশাপাশি লড়াইয়ে নেমেছে বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর আইএফএস। এই তিনে মিলে তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চা তৈরি হলেও বাস্তবায়নের রাস্তায় দেখা যাচ্ছে বেশ কিছু বাধা এসে উপস্থিত হয়েছে। জোট তৈরি হলেও বারংবার আসন রফা নিয়ে লেগে যাচ্ছে বিরোধ। আসন ভাগাভাগির কথা অবশ্য প্রথমেই ঘোষণা করা হয়েছিল সাংবাদিক সম্মেলন করে। কিন্তু যতই ঘোষণা হোক, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া চলছে বিভিন্ন জায়গায়, আর তাই নিয়েই বেড়েছে জট। মুর্শিদাবাদ এবং পুরুলিয়াতে সবথেকে বেশি অমিল দেখা যাচ্ছে সংযুক্ত মোর্চায়

বেশীরভাগ বিতর্কিত আসনে কোথাও বামেদের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিয়েছে, কিংবা কংগ্রেসের বিরুদ্ধে বামেরা প্রার্থী দিয়েছে। যেমন- মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনটি প্রথম থেকেই অধীর চৌধুরী দাবি করে আসছিলেন। কিন্তু জোট ঘোষণা হওয়ার পর আসন রফার ভিত্তিতে এটি সিপিএমের হাতে চলে যায়। আসন রফার ভিত্তিতে এটি সিপিএমের হাতে চলে যায়। 

সামশেরগঞ্জে ইতিমধ্যেই সিপিএমের তরফে প্রার্থী মোদাসসর হোসেন। একইসাথে ওই আসনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে রেজাউল হককে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এভাবে ভোট কাটাকাটি হলে মাঝখান থেকে ফায়দা নেবে তৃতীয়পক্ষ। যেমন 2016 সালে হয়েছিল। সে সময়েও এই আসনটি নিয়ে জোট তৈরি হওয়ায় পরেও সমস্যার সৃষ্টি হয়।

তৃতীয় পক্ষ হিসাবে তৃণমূল এই আসনটি দখল করে। এছাড়াও জোটের ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদের নওদা আসনটি কংগ্রেসের হাতে গিয়েছে এবার। সেখানে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনকে। কিন্তু প্রার্থীকে মেনে নিতে না পেরে স্থানীয় সিপিএম নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য শিক্ষক নেতা শমীক মন্ডলকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, যদি বামেদের নির্দিষ্ট প্রতীক এই বাম প্রার্থীর জন্য পাওয়া না যায়, তাহলে নির্দল হিসাবে দাঁড়াবেন শমীক মন্ডল। তবে সেখানকার কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, এটা সিপিএমের জেলা নেতৃত্বের সিদ্ধান্ত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সিপিএম জেলা নেতৃত্ব সামনে অবশ্য কংগ্রেসের সুরে সুর মিলিয়েছেন। একইসাথে পুরুলিয়ার জয়পুর এবং বলরামপুর আসন নিয়ে শুরু হয়েছে জটিলতা। এই দুটি আসন কংগ্রেসকে দেওয়া হলেও এই দুটি আসনে দীর্ঘদিন ধরে লড়াই করছে ফরওয়ার্ড ব্লক। তাঁরা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। প্রতিবাদ জানাতে ফরওয়ার্ড ব্লকের থেকে লিফলেট বিলি করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই দুই আসনে বামেদের তরফ থেকে কোনো প্রার্থী নেই। তাই সর্মথকরা চাইলে নোটায় ভোট দিতে পারেন।

খুব স্বাভাবিকভাবেই সংযুক্ত মোর্চা তৈরি হলেও ভোটের মুখে যেভাবে একের পর এক আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তা কিন্তু রীতিমতো চিন্তায় ফেলেছে সংযুক্ত মোর্চাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি যদি না পাল্টায়, তাহলে খুব সহজেই তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়া হবে। রাজনৈতিক মহলেও সংযুক্ত মোর্চার এই জটিলতা নিয়ে শুরু হয়ে গিয়েছে তীব্র সমালোচনা। আপাতত দেখার, কিছু নির্দিষ্ট অথচ গুরুত্বপূর্ণ আসনের সমস্যা মেটাতে সংযুক্ত মোর্চা এবার কি ব্যবস্থা গ্রহণ করে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!