এখন পড়ছেন
হোম > জাতীয় > শুধু বিজেপি নয় রাজ্যে তৃণমূলের ঘুম কাড়তে চলেছে এরাও

শুধু বিজেপি নয় রাজ্যে তৃণমূলের ঘুম কাড়তে চলেছে এরাও


রাজ্যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি আর সেই নিয়ে মুখে না মানলেও তৃণমূল ভেতরে ভেতরে চিন্তিত। আর এর মধ্যেই ঘুম কাড়তে আড়ালে বাড়ছে এর এক নতুন দল শিবসেনা। বিজেপির পাশাপাশি রাজ্যে নিজেদের শক্তি বাড়াচ্ছে শিবসেনা।আর সেই ছবিই ধারা পড়লোদক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটিতে। এদিন একটি সভা অনুষ্ঠিত হয় শিবসেনার আর সেই সভায় স্থানীয় শতাধিক ব্যক্তি ও মহিলারাও যোগ দিয়েছেন বলে জানা গেছে। হিন্দু ধর্মকে রক্ষা এবং হিন্দুত্বকে টিকিয়ে রাখতেই শিবসেনার উত্থান হয়েছিল। মূলত মহাৰাষ্ট্রী ছিল তাদের মূল ঘাঁটি। এবার বাংলায় ও তাদের সংগঠন বিস্তারে নেমে পড়েছে। রাজ্যের শিবসেনা নেতা সুজয় চক্রবর্তী বলেছেন, “সাধারণ হিন্দুরা পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধীদের হাতে নির্যাতিত হচ্ছে। তারা বুঝতে পারছে শিবসেনা একমাত্র হিন্দুত্ব রাজনৈতিক দল যারা শুধুমাত্র হিন্দুদের চিন্তা করে।”এদিন তিনি আরো বলেন “বাংলায় শিবসেনা কোন মুসলিম নেবে না। আমরা শুধুমাত্র হিন্দুদের নেবো এবং হিন্দুত্বের জন্য লড়াই করবো।” এদিন বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তিনি বলেন, “বিজেপি তলে তলে মুসলিমদের সাথে চলছে। শুধু তাই নয় বিজেপি পুরনো নেতাদের পদ থেকে সরিয়ে দিয়ে দাগী নেতাদের পদে বসাচ্ছে।” এই নিয়ে শিবসেনার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে , “হিন্দু রাষ্ট্র গঠন আমাদের মূল লক্ষ্য। তার মানে এই নয় যে অন্য ধর্ম বা সম্প্রদায়ের মানুষদের আমরা অসম্মান করব বা দেশ থেকে চলে যেতে বলব।”আপাতত ” হিন্দুকা সাথ, হিন্দুকা বিকাশ।”এই মন্ত্র নিয়েই পশ্চিমবঙ্গে নিজেদের সংঘঠন বাড়াতে চাইছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!