এখন পড়ছেন
হোম > রাজ্য > ভয় পেয়ে তৃণমূল বিজেপির উপর আক্রমণ করছে,দাবি বিজেপি নেতার

ভয় পেয়ে তৃণমূল বিজেপির উপর আক্রমণ করছে,দাবি বিজেপি নেতার

রাজ্যে বিজেপির শক্তি বাড়ছে আর তাই ভয় পেয়ে তৃণমূল বিজেপির উপর আক্রমণ করছে। এমনটাই দাবি বিজেপির জেলা সভাপতি নিখিলরঞ্জন দের। এদিন কোচবিহার-১ ব্লকের চান্দামারি এলাকায় বিজেপি সংখ্যালঘু মোর্চার স্থানীয় মণ্ডল সভাপতি সাহেদ হোসেনের উপর হামলা করে একদল দুষ্কৃতী। বিজেপির ও সাহেদ হোসেনের দাবি যে যারা হামলা করেছিল তারা তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতি। এই নিয়ে সাহেদবাবু দাবি করেন যেপ্রথমে দুষ্কৃতীরা তাঁকে বিজেপি ছাড়তে বলে,ও তাঁকে প্রাণে মারার হুমকি দেয়, দুষ্কৃতিদের হাতে বন্ধুক ছিল। তিনি রাজি না হলে তাঁকে মারধরের পাশাপাশি ওই বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে তারা।
তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন সাহেদবাবু অভিযোগ করেন যে বিজেপি করার জন্যই তাঁর উপর এই হামলা৷অন্যদিকে পুটিমারি ফুলেশ্বরীতে এই একই অভিযোগ উঠেছে ,অভিযোগ দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুই বিজেপি কর্মী বিমলচন্দ্র বর্মন ও ভবেশ বর্মনকে মারধর করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী ৷ দু’টি ঘটনাতে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ৷ আর এই নিয়েই বিজেপির জেলা সভাপতি নিখিলরঞ্জন দে অভিযোগ করেন যে জেলায় বিজেপির শক্তি বৃদ্ধিতে ভীত হয়েই তৃণমূল কংগ্রেস একের পর এক আক্রমণ করছে,ঘটনার নিন্দা করার পাশাপাশি তিনি দোষীদের শাস্তির দাবি করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস সভাপতি খোকন মিঞা। যিনি বলেন নিজেদের মধ্যে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে চাইছে বিজেপি৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!