এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবজোয়ার কর্মসূচি থেকে বড় ঘোষণা অভিষেকের, শোরগোল ঘাসফুল শিবিরে!

নবজোয়ার কর্মসূচি থেকে বড় ঘোষণা অভিষেকের, শোরগোল ঘাসফুল শিবিরে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্য জুড়ে চলছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। যেখানে বিভিন্ন জেলায় গিয়ে জনসংযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার বীরভূমের জনসংযোগ কর্মসূচি থেকে আগামী দিনে বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে।

সূত্রের খবর, এদিন বীরভূমে তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আগামী দিনে আমরা দিল্লিতে যাব এবং সেখানে গিয়ে বাংলার বকেয়া পাওনা মেটানোর দাবিতে আন্দোলন সংগঠিত করব। আজকের সভায় আমাদের সেটাই সকলের শপথ নেওয়া উচিত এবং যতদিন না সেই পাওনা মিটবে, ততদিন আমরা দিল্লির মাটিতে বসে আন্দোলন করব।”

একাংশের প্রশ্ন, নেত্রীর সঙ্গে কথা বলেই কি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অভিষেক! নাকি নিজের মতো করে খবরের শিরোনামে আসতে এই ঘোষণা করে দিলেন তিনি! গেরুয়া শিবিরের ঘনিষ্ঠমহলের কটাক্ষ, যে দল পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে নোটার থেকে কম ভোট পায়, তারা আন্দোলন করতে নাকি দিল্লি যাবে! পিসি-ভাইপো ছাড়া সেই আন্দোলনে আর কতজন শরিক হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।তবে বিজেপির এই কটাক্ষকে আগামী দিনে দিল্লির মাটিতে আন্দোলনকে সংগঠিত করে কতটা জবাব দিতে পারে তৃণমূল, কি হয় তাদের রণকৌশল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!