এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের এনআইএ তদন্তের নির্দেশ, আদালতের বক্তব্যে চাপে রাজ্য!

ফের এনআইএ তদন্তের নির্দেশ, আদালতের বক্তব্যে চাপে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত 2018 সালে উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ। আর তারপর থেকেই সেই মৃত ছাত্রদের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। কিন্তু এবার রাজ্যের অস্বস্তি বাড়িয়ে এই গোটা ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখানে বিচারপতি রাজাশেখর মান্থার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্বভাবতই মৃত ছাত্রদের পরিবারের পক্ষ থেকে যখন সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল, ঠিক তখনই তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা এনআইয়ের ওপর এই গোটা ঘটনার তদন্তভাবে দেওয়ায় রাজ্যের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে বলেই মনে করছেন একাংশ।সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে দাড়িভিটে 2018 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।

 

যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে, পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল ঠিকই। কিন্তু যেখানে বোমা বিস্ফোরণের মতো ঘটনার কথা শোনা যাচ্ছে, সেখানে জাতীয় তদন্তকারী সংস্থায় এনআইএকে দিয়ে তদন্ত করালে গোটা বিষয়ের সত্যতা উঠে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, যেখানে সিআইডি এই তদন্ত করছিল, সেখানে এনআইওকে দিয়ে সেই তদন্তের নির্দেশ রাজ্য সরকারের অস্বস্তি বৃদ্ধি করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে এনআইয়ে কি উদ্ধার করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!