এখন পড়ছেন
হোম > জাতীয় > অযোধ্যা নিয়ে আবার শুরু হয়ে গেল ভয়ঙ্কর বিবৃতির লড়াই

অযোধ্যা নিয়ে আবার শুরু হয়ে গেল ভয়ঙ্কর বিবৃতির লড়াই


ফের অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির বানানোর বক্তব্যের জেরে জলঘোলা হতে শুরু করলো হিন্দু-মুসলিম সম্প্রীতি নিয়ে। অযোধ্যার বিতর্কিত জমিতে শুধুমাত্র রাম মন্দিরই হবে বলে দেশের শীর্ষ আদলতকে চ্যালেঞ্জ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, এমন অভিযোগই করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল-বোর্ড। ল-বোর্ডের মতে অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানির ঠিক আগেই সরসংঘরচালকের এই মন্তব্য আসলে সুপ্রীম কোর্টের প্রতি হুমকি ও দেশের বিচার ব্যবস্থার প্রতি অবমাননা ছাড়া কিছু না।
বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক তথা উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ হচ্ছে সুপ্রিম কোর্ট। ফলে অযোধ্যার ওই জমিতে নির্মাণ হবে কি না, তা বিচার করে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালতই। তাই এমন মন্তব্য সুপ্রিম কোর্ট ও ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করেছে। গতকাল উদুপিতে বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সংসদ’-এও আরএসএস প্রধান বলেন, রাম জন্মভূমিতে আমাদের রাম মন্দিরই বানাতে হবে। আর তা হবে ওখানকার পাথর দিয়ে। ২০-২৫ বছর ধরে যাঁরা এই লড়াই লড়ছেন, মন্দির বানাবেন তাঁরাই। ভাগবতের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির গলাতেও। তিনি বলেন, আরএসএস এ ভাবে আগুন নিয়ে খেলতে চাইছে। ভাগবত এই সব ‘জঘন্য’ মন্তব্য করে সুপ্রিম কোর্টের উপর চাপ তৈরি করতে চাইছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!