এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মালদহে বিজেপি কর্মীকে প্রবল মারধোরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল

মালদহে বিজেপি কর্মীকে প্রবল মারধোরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে বাড়ছে সংঘর্ষ, মারামারি, বোমাবাজি,খুনোখুনির মাত্রাধিক্য। এই পরিস্থিতিতে গতকাল এক বিজেপি কর্মীকে প্রবল মারধর করা হলো মালদহ জেলায়। প্রধানমন্ত্রীর নামে করা কুবাক্যের প্রতিবাদ জানাতে গিয়েই হেনস্থার মুখে পড়তে হলো তাঁকে। এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত ব্যক্তি। এই ঘটনায় তিনি অভিযুক্ত করেছেন তৃণমূলকে। তবে, তৃণমূল এই ঘটনাটিকে গ্রাম্য বিবাদ বলে দাবি করেছে। তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল মালদহ জেলার চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা অমল চন্দ্র দাসকে প্রবল হেনস্থা করা হয়েছে। অমল চন্দ্র দাস হলেন এই এলাকার জনৈক বিজেপি কর্মী। গতকাল মঙ্গলবার রাতে চাঁচল বাসস্ট্যান্ডের সামনে থেকে জল আনতে গিয়েছিলেন তিনি।

তিনি অভিযোগ করেছেন, সে সময় তৃণমূলের বেশ কিছু কর্মী বাসস্ট্যান্ডের সামনে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুৎসিত কথা বলছিল। তিনি তার প্রতিবাদ করেছিলেন। এরপরই তৃণমূল কর্মীরা অকস্মাৎ তাঁর উপর চড়াও হয়। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। এরফলে চোখে তিনি গুরুতর আঘাত পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় তৃণমূল কর্মীদের অভিযুক্ত করেছেন তিনি। চাঁচল থানায় এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, তাদের দিকে ওঠা বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শিবির। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গ্রাম্য বিবাদের জেরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী অমল চন্দ্র দাস। এ প্রসঙ্গে মালদহ যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জানালেন যে, শাসকদল তৃণমূল কখনোই মারধরের সংস্কৃতিতে বিশ্বাস করে না। গ্রাম্য বিবাদের ফলে এই ঘটনাটি ঘটেছে বলে জানালেন তিনি। সম্প্রতি এই ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।

অন্যদিকে বিজেপি কর্মীকে মারধর ও হেনস্থা প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানালেন যে, আলপিন থেকে এলিফ্যান্ট পর্যন্ত শাসকদল তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা। এই কারণেই হামলা, মারধরের মতো ঘটনা তাঁরা বারবার ঘটাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ২০২১ এর জানুয়ারি থেকেই মারের বদলে পাল্টা মার শুরু হবে। তার জন্য প্রস্তুত আছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!