এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের নির্ঘন্ট ঘোষণা- কমিশনের ঘোষণায় কি চাপের মুখে তৃণমূল সুপ্রীমো?

ভোটের নির্ঘন্ট ঘোষণা- কমিশনের ঘোষণায় কি চাপের মুখে তৃণমূল সুপ্রীমো?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ অপেক্ষার অবসান- ভোটের ঢাকে পড়ল কাঠি। আজ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিক বৈঠক করে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ সহ নানান খুঁটিনাটি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ভোটের ঘোষণা করা হয়েছে। তবে উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সবথেকে বেশি দফায় ভোট হতে চলেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 8 দফায় বাংলার ভোট সম্পন্ন হবে। অন্যদিকে এই দীর্ঘ সময় ধরে ভোট চলার নির্দেশে কমিশনের ওপর যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল শিবির। এমনকি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিন তৃণমূল নেত্রী কমিশনের কাছে প্রশ্ন রাখেন, 8 দফা ভোট ঘোষণা করে কার সুবিধা করে দেওয়া হলো? এমনকি নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশানুযায়ী রাজ্যের ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। গেরুয়া শিবির অবশ্য তৃণমূল নেত্রীর এই অভিযোগ খারিজ করে পাল্টা আক্রমণ করেছে। এদিন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় 8 দফা ভোটের দাবি জানাতেন। অবশ্য তখন ছিল পরিবর্তনের বছর 2011 সাল। পাশাপাশি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যের ভোট শান্তিপূর্ণভাবে এতদিন হয়নি বলেই কমিশনকে ব্যবস্থা নিতে হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য পাল্টা প্রশ্ন করেছেন, রাজ্যের ভোটের পরিবেশ কারা নষ্ট করেছে?অন্যদিকে বাম নেতা মহম্মদ সেলিম দাবি করেছেন, এই দীর্ঘ সময় ধরে ভোট চললেও যাতে রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে তার জন্য আরো কড়া হতে হবে নির্বাচন কমিশনকে। তবে এদিন তৃণমূল নেত্রী কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখছে নির্বাচন কমিশন। তবে তিনি কমিশনের চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা জানিয়েছেন 8 দফা খেলা হলেও জিতবে তৃণমূল। পাশাপাশি তৃণমূল নেত্রী বিদ্রুপ করে জানিয়েছেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু তাঁকেও যেভাবে ভয় পাচ্ছে বিরোধীরা তা যথেষ্ট উল্লেখযোগ্য।

তবে তৃণমূল নেত্রী একই অভিযোগ কমিশনকে বারবার করলেও তৃণমূলের অন্যান্য নেতারা কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিচ্ছেন স্বাভাবিক বলে। রাজনৈতিক মহলে 8 দফা নির্বাচন ঘিরে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, প্রত্যাশামতোই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচন অনেকগুলি দফায় হবে সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। পাশাপাশি নির্বাচন কমিশন যে রাজ্যের হিংসাত্মক রাজনীতি বন্ধে বদ্ধপরিকর, তা এই সিদ্ধান্তেই প্রকাশ পেয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন, এই সিদ্ধান্ত কি তৃণমূল নেত্রীকে চাপে ফেলছে?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!