এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গলা কেটে দিলেও..” প্রকাশ্য সভায় একি বলে ফেললেন অভিষেক!

“গলা কেটে দিলেও..” প্রকাশ্য সভায় একি বলে ফেললেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল কংগ্রেস, বারবার বিভিন্ন সভা থেকে এই কথা বলতে শোনা যায় তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের। বর্তমানে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা পরিক্রমা করে জনসংযোগ কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার ক্ষমতার জোর দেখিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখালেও এবং গলা কেটে দিলেও জয়বাংলা বেরোবে বলে মন্তব্য করলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, প্রতিবাদ করার ক্ষেত্রে তাদের কণ্ঠরোধ করা যাবে না।

সূত্রের খবর, এদিন বীরভূমে জনসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে, জোর করে কণ্ঠরোধ করার চেষ্টা করলেও আমরা মাথা নত করব না। এখানে তো অমিত শাহ রয়েছে। গলা কেটে দিলেও সেখান থেকে জয়বাংলা বেরোবে। আমরা কোনোমতেই মাথা নত করতে রাজি নই।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কটাক্ষ করতে থাকছে না বিরোধীরা। তাদের দাবি, যে দলটা দুর্নীতিতে আপাদমস্তক জড়িয়ে গিয়েছে, সেই দলের নেতার মুখ থেকে এই ধরনের কথা শোভা পায় না। কেন্দ্রীয় এজেন্সি সঠিক পথে চলছে। আগামী দিনে আরও অনেক রাঘববোয়াল ধরা পড়বে। তাই ভয়ে এখন থেকে এই ধরনের প্রতিবাদী কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শাসক-বিরোধী এই তরজার মাঝেই আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কি প্রভাব পড়ে বঙ্গ রাজনীতিতে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!