এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা সংক্রমনে কলকাতার গ্রাফ ক্রমশ ঊর্ধগামী! নতুন করে চিহ্নিত বহু এলাকা!

করোনা সংক্রমনে কলকাতার গ্রাফ ক্রমশ ঊর্ধগামী! নতুন করে চিহ্নিত বহু এলাকা!

সারাদেশের করোনা পরিস্থিতিকে নজরে রাখতে গত দু মাস যাবৎ আক্রান্ত রাজ্যগুলিতে চলছে লকডাউন। কিন্তু লকডাউন চললেও পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম সামনে এসেছে। দেখা যাচ্ছে, শুধুমাত্র কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে চলেছে। কলকাতায় করোনা আক্রান্তের তালিকায় প্রায় প্রতিদিনই নতুন নতুন পাড়ার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। অন্যদিকে, আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হওয়া মাত্রই চত্বরকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এই মুহূর্তে কলকাতায় 326 থেকে কনটেইনমেন্ট এলাকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 338। যার মধ্যে উত্তর এবং মধ্য কলকাতার এলাকার সংখ্যাই বেশি। অন্যদিকে দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকাও এই মুহূর্তে নতুন করে কনটেইনমেন্ট জোনের আওতাভুক্ত হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, গত 10 মে এর মধ্যে 24 ঘন্টায় শহরে নতুন করে 37 জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গিয়েছেন 10 জন। আর তারপরেই কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জানা যাচ্ছে, রাজ্যে ইতিমধ্যে করোনা পজিটিভ 1939 জন, এদের মধ্যে মৃত 113 জন। রবিবার সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য ভবন এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা 948 এবং মৃত 126 জন। এই পরিস্থিতিতে যাদবপুরের বিভিন্ন এলাকা উল্লেখযোগ্যভাবে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। অন্যদিকে আইএলএস নেতাজি নগর এলাকাতেও বেশ কয়েকজন করোনা রোগীর সন্ধান মিলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঐ এলাকা বাঁশ দিয়ে ঘিরে কনটেইনমেন্ট জোন তৈরি হয়েছে। অন্যদিকে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে রাজ্যজুড়ে লকডাউন চললেও কলকাতার বেশ কিছু জায়গা থেকে লকডাউন মানা হচ্ছেনা সম্পূর্ণভাবে। তাই ক্রমাগত সংক্রমণ বেড়ে চলেছে। যার মধ্যে বড় বাজার সংলগ্ন 4 নম্বর বোরো এবং গার্ডেনরিচ সংলগ্ন 15 নম্বর বোরোতে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বোরো কমিটির চেয়ারম্যানদের সঙ্গে জরুরী বৈঠকে বসতে চলেছেন কলকাতা পুরপ্রধান ফিরহাদ হাকিম বলে জানা গেছে।

এই মুহুর্তে যদি সারা বিশ্বের দিকে তাকানো যায়, তাহলেই বোঝা যাবে মারণ ভাইরাস করোনা কি ভয়ঙ্করভাবে সংক্রমণ ছড়িয়েছে। সারা বিশ্বে এখনো পর্যন্ত 2 লক্ষ 80 হাজার 432 জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। আমেরিকায় ইতিমধ্যে মৃতের সংখ্যা 79 হাজার ছুঁতে চলেছে। অন্যদিকে, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 67 হাজার 152 জন। যাদের মধ্যে করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছ 226 জনের। এই সংকটজনক অবস্থায় বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি আগের মতো আনতে কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন উঠবে না বলে মনে করা হচ্ছে।

আপাতত করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে রাজ্য প্রশাসন লকডাউন এর মেয়াদ বাড়ানোর পথেই হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে। যেভাবে করোনা স্পর্শকাতর এলাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কলকাতায় নিত্যদিন তা রীতিমতো চিন্তার উদ্রেক ঘটাচ্ছে রাজ্য প্রশাসনের বলে খবর। ইতিমধ্যেই ভারত গোষ্ঠী সংক্রমনের পথে হাঁটছে বলে দাবি বিশেষজ্ঞদের। অতএব পরিস্থিতি আয়ত্তে আনতে প্রশাসন যে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে, সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!