এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি জেলা সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ তৃণমূলের মেয়রের বিরুদ্ধে

বিজেপি জেলা সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ তৃণমূলের মেয়রের বিরুদ্ধে

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে ঘিরে আবারও উত্তেজিত হলো রাজ্যবাসী। এদিন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমনের অভিযোগ উঠলো পাণ্ডবেশ্বেরর বিধায়ক তথা আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। বিজেপির অভিযোগ পুলিশের উপস্থিতিতেই এদিন বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। আজ শনিবার সকালেই বিজেপি ও তৃণমূল মনোনীত প্রার্থীরা দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান। সেইসময়ে দুই বিরোধী পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, বিজেপির অস্থায়ী শিবিরে ভাঙচুর চালানো হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ এই সময়েই বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের উপরে ছুরি দিয়ে আঘাত করতে উদ্যোত হয় তৃণমূল কর্মীরা। এদিকে বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ, আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির দলবদল পরিকল্পনা করে তাঁর উপরে হামলা করেছে। বিজেপি কর্মীদের নির্বিচারে মারধরও করা হয়েছে । যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল নেতা জীতেন্দ্র তিওয়ারির। তাঁর বক্তব্য, বিজেপির দলীয় কর্মীরাই তাঁদের ওপর আক্রমন করতে এসেছিলো। এই ঘটনার প্রতিবাদে বিজেপি স্থানীয় নেতা-কর্মীরা এদিন দূর্গাপুর সিটি সেন্টারের পিয়ালি মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!