এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাকসিন কি তবে আর সময়ের অপেক্ষা! ভ্যাকসিনের বন্টন নিয়ে সামনে এলো নতুন তথ্য। জানুন বিস্তারিত

করোনা ভ্যাকসিন কি তবে আর সময়ের অপেক্ষা! ভ্যাকসিনের বন্টন নিয়ে সামনে এলো নতুন তথ্য। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভ্যাকসিন নিয়ে ট্রায়াল চলছে ভারতের বিভিন্ন মেডিকেল সেন্টারে। যার মধ্যে থেকে আপাতত তিনটি টিকা প্রথম পর্যায়, দুটি দ্বিতীয় পর্যায় এবং আরেকটি তৃতীয় পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে থেকে কোভিশিল্ড, যা কিনা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকা যৌথভাবে তৈরি করেছে, সেই টিকাটির ওপরই আস্থা রেখেছেন দেশবাসী।

কারণ আপাতত সেটি অন্তিম পর্যায় রয়েছে বলে জানা গেছে। বস্তুত প্রথম থেকেই এই ভ্যাকসিনটির গতিবিধি লক্ষ্য করে এটি বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হবে, সেই সম্ভাবনার কথা প্রকাশ করা হলেও, মাঝখানে এক স্বেচ্ছাসেবকের অসুস্থতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল এর ট্রায়াল। তবে এর পরে অনেক দিনের কষ্টের ফল হিসেবে আবারো শুরু হয়েছে এর ট্রায়াল। আর তাই নিয়ে আশাবাদী রয়েছে বিশ্ববাসী।

সেইসঙ্গে বলে রাখা প্রয়োজন, গতমাসে এই ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু হয় মুম্বাই এবং পুনেতে। তারপরে আপাতত ট্রায়ালের প্রথম এবং দ্বিতীয় পর্যায় সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে কামনা করা হয়। সেই সঙ্গে বলাও হয়েছিল, যদি এই পরীক্ষায় ভ্যাকসিনটি সফল হয়, তবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি উৎপাদন করবে বলে জানা গিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আগেই জানিয়েছিলেন টিকা আবিষ্কার হলে সর্বপ্রথম তিনি সেই টিকার ডোজ নেবেন। এবং তারপর এটি সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে পাঠানো হবে। সেইসঙ্গে ভাইরাসের ভ্যাকসিনের সংরক্ষণ এবং উৎপাদন, এগুলি সম্পর্কে আলোচনার কথা বলতে শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। তবে সম্প্রতি গতকাল এই বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বৈঠক করেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এক্ষেত্রে এই বৈঠকের কথা জানার পর স্বভাবতই প্রশ্ন উঠেছে তাহলে কি ভ্যাকসিন কেবলমাত্র সময়ের অপেক্ষা? তবে সেক্ষেত্রে সরকারি তরফে জানানো হয়েছে সামনের বছর জুলাই মাসের মধ্যেই ২৫ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সেক্ষেত্রে ভ্যাকসিনের প্রাথমিক বন্টনের প্রক্রিয়া নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। তবে এর সঙ্গে ভাইরাসের আবিষ্কার সম্পর্কিত কোন সবুজসংকেত এখনো পাওয়া যায়নি।

বস্তুত এ দিন প্রধানমন্ত্রী প্রতি মানুষকে যাতে দ্রুত হারে এই টিকা বন্টন করা সম্ভব হয় সেই কথাই জানিয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে বণ্টনের পরিকল্পনা যাতে ভৌগোলিক এলাকায় এবং দেশের বৈচিত্রের কথা মাথায় রেখেই করা সম্ভব হয়, সেই কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভ্যাকসিন বন্টন, সংরক্ষণ এবং বিভিন্ন ক্লিনিকে ভ্যাকসিন দেওয়া মানুষদের নজরদারির ব্যবস্থা, সেইসঙ্গে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজন যন্ত্রপাতি সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশেষজ্ঞের যে দল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোতায়েন করা হয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে নকশা তৈরি করছেন বলেও জানিয়েছে সরকার। সেইসঙ্গে উৎসবের মরসুমে মানুষ যাতে সমস্ত কিছু ভুলে আনন্দে মেতে না ওঠেন, সবসময় করোনা সতর্কতা অবলম্বন করেন, সেই সর্তকতাই সরকারি তরফে জারি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!