এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে ফুল মার্কস দিল শীর্ষ বিজেপি নেতৃত্ব

করোনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে ফুল মার্কস দিল শীর্ষ বিজেপি নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিশেষজ্ঞরা মনে করছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি মাত্রাছাড়া অবস্থায় পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু রাজ্যে লকডাউন শুরু হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে করোনা সংক্রান্ত এমন বেশ কিছু ছবি সামনে আসে, যা অত্যন্ত অমানবিক বলে দাবি করেন বিশেষজ্ঞরা।

যেমন উত্তরপ্রদেশের গঙ্গায় ভাসতে দেখা যায় শয়ে শয়ে দেহ। দাবি করা হয়, এই প্রত্যেকটি দেহই করোনায় মৃতদের। একই সাথে করোনায় মৃতদেহ দাহ করার এমন বেশ কয়েকটি ছবি সামনে এসেছে যা আতঙ্ক চতুর্গুণ বাড়িয়েছে। প্রশ্ন উঠে গিয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার নিয়ে।

কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট কার্ডে ফুল মার্কস দিলেন কেন্দ্রীয় দলের শীর্ষ নেতৃত্ব। বরং পাল্টা বলা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি যোগী আদিত্যনাথ যেভাবে সামলেছেন, তাতে কেন্দ্রীয় বিজেপি অত্যন্ত খুশি।

অল্পদিনের মধ্যেই উত্তরপ্রদেশের সংক্রমণ 93% কমে গিয়েছে বলে দাবী করা হচ্ছে। গঙ্গায় ভাসতে থাকা মৃতদেহের ছবি যখন প্রকাশ পায় আন্তর্জাতিক সংবাদপত্রে, তখনই এদেশে রীতিমতো নড়েচড়ে বসে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তড়িঘড়ি যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলতে তৈরি হন দলের শীর্ষ নেতৃত্ব। সোমবার দুদিনের রিভিউ মিটিং করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিং এবং বিজেপি নেতা বি এল সন্তোষ। বৈঠক শেষে খুব স্বাভাবিকভাবেই যোগী আদিত্যনাথ পেয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃত্বের অভয়বাণী। দিল্লি ফিরে গিয়ে ইতিমধ্যেই টুইট করে দিয়েছেন বিজেপি নেতা বি এল সন্তোষ। কুড়ি কোটি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ।

সেখানে যেভাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে এনেছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। উত্তরপ্রদেশের করোনা সংক্রান্ত যেসব খবরগুলি সামনে এসেছে, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল হয়তো যোগী আদিত্যনাথকে এবার সরে যেতে হবে। কিন্তু জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়ে অন্যতম বিজেপি নেতা রাধামোহন সিং জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো কিছুই ঘটবেনা।

পাশাপাশি আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে পরিস্থিতি সামাল দিতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শীর্ষ নেতৃত্ব যোগী আদিত্যনাথকে 100 তে 100 দিলেও বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করবে কিনা তা নির্ভর করছে রাজ্যবাসীর ওপর। সেক্ষেত্রে করোনা সংক্রান্ত বিভিন্ন এমন কিছু সংবাদ সামনে এসেছে, যা উত্তরপ্রদেশের ছবি মোটেই উজ্জল করেনি বরং সব মিলিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি উত্তরপ্রদেশে বলে মনে করা হচ্ছে। আপাতত শীর্ষ নেতৃত্বের কথা মেনে নিয়ে চোখ থাকবে আগামী বছরের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ওপর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!