এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার নির্বাচনের প্রাক মুহুর্তে ভোটারদের ভোট না দেওয়ার হুমকি, অভিযোগ তৃণমূলের দিকে

এবার নির্বাচনের প্রাক মুহুর্তে ভোটারদের ভোট না দেওয়ার হুমকি, অভিযোগ তৃণমূলের দিকে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একদিকে চলছে বিধানসভা নির্বাচন এবং অন্যদিকে সমানতালে বেড়ে চলেছে রাজনৈতিক হিংসার ঘটনা। ভোট যুদ্ধে কে জিতবে তাই নিয়ে চলছে অহরহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এবং ভোট বাক্স থেকে সেই লড়াই উঠে এসেছে আজ মাঠে ময়দানে। বিভিন্ন সময় মুখোমুখি যুদ্ধ চলছে বিভিন্ন দলের। সম্প্রতি কসবা বিধানসভার একাধিক এলাকায় দুষ্কৃতী তান্ডব নিয়ে অভিযোগে মুখর হয়ে উঠল এলাকার বাসিন্দারা।

কসবা অঞ্চলের 67 নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠেছে যে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, কিছুদিন আগেও রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এসে ভোট না দেওয়ার জন্য হুমকি দিয়ে যায় সবাইকে। ভোটের আগের দিন সকালেও সেই একই হুমকি দিতে আসায় এবার পাল্টা দুষ্কৃতীদের এলাকাবাসী তাড়া করে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে কসবা থানার আইসিকে অপসারণের দাবি তুলেছেন সংযুক্ত মোর্চা সমর্থিত কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সাহস পাচ্ছে অন্য জায়গা থেকে। শতরূপ স্পষ্ট ভাষায় বলেছেন, রাজ্য পুলিশ দুষ্কৃতীদের মদত দিচ্ছে। একইভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তার অভিযোগ রাজ্যের শাসক দলের প্রতি সাধারণ মানুষের আর আস্থা নেই। এবং সেইকারণেই শাসকদল ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কসবার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জাভেদ খানের।

ইতিমধ্যে এলাকায় পুলিশি টহল জারি হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। আগামীকাল রাজ্যের চতুর্থ দফা নির্বাচন। রাত পোহালেই নির্বাচন কসবা এলাকায়। যথারীতি এলাকায় চলছে পুলিশি টহল এবং সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেও কি করে দুষ্কৃতী হানা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকে কড়া নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!