এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচনী আবহে এবার বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

নির্বাচনী আবহে এবার বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী আবহে এবার বড়োসড়ো ধ্বস নামল গেরুয়া শিবিরে। এবারের নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে নেমেছে তৃণমূল এবং বিজেপি। বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই এই দুই দল থেকে ক্রমাগত হয়েছে দলবদল। তবে দলবদলের নিরিখে সেক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে গেরুয়া শিবির বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ কিছুদিন আগেও দেখা গেছে, তৃণমূল থেকে একটানা ভাঙন সৃষ্টি হয়েছে। অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন।

তবে এবার রাজ্যজুড়ে যখন আটদফা নির্বাচন চলছে, ঠিক সেসময় উত্তরবঙ্গের ধুপগুড়িতে গেরুয়া শিবিরে নামল বড়সড় ধ্বস। এই ভাঙনের খবর জানানো হয়েছে তৃণমূল শিবির থেকে। তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন প্রায় 200 বিজেপি কর্মী। তবে তৃণমূলের এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে বিজেপি শিবির। সূত্রের খবর, শুক্রবার ধুপগুড়ির ঝাড়আলতা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের বহু বিজেপি কর্মী নিজেদের দল ছেড়ে এসে যোগ দিয়েছেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধুপগুড়ির তৃণমূল প্রার্থী হলেন মিতালী রায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়আলতা এলাকার 15/66 নম্বর বুথে বিজেপি জয়লাভ করে। এমনকি গত লোকসভা নির্বাচনেও এই বুথে বিজেপি এগিয়ে ছিল বলে জানা যায়। কিন্তু তৃণমূলের দাবি, সময়ের সাথে সাথে মানুষের ভুল ভেঙেছে। এ প্রসঙ্গে ধুপগুড়ির ঝাড়আলতা পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মিতালী রায় জানিয়েছেন, বিজেপি যে সবসময় ভাঁওতাবাজি দিয়ে চলে সে কথা বুঝতে পেরেছেন মানুষ। আর তাই বিজেপি কর্মীরা এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। 

অন্যদিকে তৃণমূলে যোগদান করা নিয়ে স্থানীয় বিজেপি নেতা বলরাম বসাক জানিয়েছেন, নিজেদের দলের লোকদের বারেবারে যোগদান করাচ্ছে তৃণমূল এবং প্রচারে ফেরার চেষ্টা চালাচ্ছে। বিজেপির পক্ষ থেকে কোনো কর্মী তৃণমূলে যোগ দেয়নি বলে জানান তিনি। তবে তৃণমূলে যোগদান নিয়ে একটা বিতর্ক অবশ্যই শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন চলাকালীন যদি সত্যিই এত বড় মাপের ভাঙন ধরে গেরুয়া শিবিরে, তাহলে এবারের বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু বিজেপির শিবিরের চিন্তা হওয়া যথেষ্ট প্রাসঙ্গিক। আপাতত ভোটযুদ্ধ জমে উঠেছে। নজর এখন সবার রাজ্যের নির্বাচনের দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!