এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের আগেই রাজ্যে নিযুক্ত হবে কেন্দ্রীয় বাহিনী! হেভিওয়েটের মন্তব্যে তুঙ্গে জল্পনা!

পঞ্চায়েতের আগেই রাজ্যে নিযুক্ত হবে কেন্দ্রীয় বাহিনী! হেভিওয়েটের মন্তব্যে তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই সন্ত্রাস এবং কারচুপি করা যাবে না বলে দলের নেতা কর্মীদের কড়া নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিচ্ছেন, সন্ত্রাসের ফল ভালো হয় না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কতটা মেনে চলবেন তার দলের নিচুতলার নেতাকর্মীরা, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্ন আরও বেশি উঠতে শুরু করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই রাজনৈতিক কর্মসূচির তৃণমূলের নবজোয়ারে দলীয় নেতাকর্মীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে।

 

যেখানে বিভিন্ন জায়গায় কোথাও ব্যালট চুরি, আবার কোথাও বা ভোট প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে যে তৃণমূল নিজেদের কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে পারে না, সেখানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করবেন, তা মানতে নারাজ বিরোধীরা। আর এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের সময় থেকেই রাজ্যে আধাসেনা মোতায়েনের দাবি তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

 

সূত্রের খবর, এদিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচির বিশৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে তিনি বলেন, “তৃণমূল একটা দুষ্কৃতীদের দল হয়ে গিয়েছে। এদের নিজের দলের শৃঙ্খলা নেই। যেখানে নিজেদের ভোট নিয়ে বিশৃঙ্খলা, মারামারি চলছে, সেখানে পঞ্চায়েত নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে, এটা কোনোমতেই বিশ্বাসযোগ্য বিষয় নয়। তাই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে, রাজ্যের পরিস্থিতি ঠিক রাখতে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের সময় থেকে আধাসেনা বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরী বলে মনে করি।”

 

যদিও বা বিজেপি নেতার এই বক্তব্যকে মানতে নারাজ শাসক শিবির। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে যাদের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই, তারা এই ধরনের কথা বলে ময়দানে টিকে থাকতে চাইছে। তবে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের কর্মসূচিতে যেভাবে বিশৃঙ্খলা চোখে পড়ছে, তার পরিপ্রেক্ষিতে যে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তির আশঙ্কা করে এই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে আরও বেশি করে সোচ্চার হবেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বিরোধীদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা সেই দাবিকে কতটা মান্যতা দেয় নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!