এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোটের সমীক্ষা > চতুর্থ দফার ৪৪ আসনে কে কোথায় জিততে চলেছেন? দেখুন সর্বশেষ সমীক্ষার বিস্তারিত ফলাফল –

চতুর্থ দফার ৪৪ আসনে কে কোথায় জিততে চলেছেন? দেখুন সর্বশেষ সমীক্ষার বিস্তারিত ফলাফল –


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিনের মধ্যে বাজতে চলেছে ভোটের দামামা। আগামী বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিভিন্ন দলের। একদিকে শাসন ক্ষমতা ধরে রেখে হ্যাট্রিক করার চেষ্টায় রাজ্যের শাসক দল তৃণমূল, অন্যদিকে বঙ্গে পদ্মফুল ফোটাবার চেষ্টায় তৎপর বিজেপি। আবার বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একত্রে জোটবদ্ধ হয়ে তৃণমূল, বিজেপি দুই দলকেই প্রবল ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই আবহে আমরা প্রকাশ করতে চলেছি আমাদের চতুর্থ দফার সমীক্ষা। চতুর্থ দফায় রয়েছে ৪৪ টি আসন। এই আসনগুলোতে ভোট রয়েছে আগামী ১০ ই এপ্রিল। এবার এক নজরে দেখে নিন এই আসনে কে কোথায় জিততে চলেছেন। তবে, আগেই জানিয়ে দিই, আমাদের বিশ্লেষণ কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। নির্বাচনকে কোনো ভাবেই প্রভাবিত করার জন্য এই সমীক্ষা নয়।

প্রথমে আলোচনায় আসি কোচবিহার জেলাকে নিয়ে। এই জেলার ৯ টি আসন রয়েছে। মেখলিগঞ্জ আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দধিরাম রায়। মাথাভাঙ্গা আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী সুশীল বর্মন। কোচবিহার উত্তর আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। কোচবিহার দক্ষিণ আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে। সীতালকুচি আসন থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়।

সিতাই আসন থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। দিনহাটা আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী ও সাংসদ নিশীথ প্রামানিক। নাটাবাড়ি আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মিহির গোস্বামী। এই আসন থেকে হারতে পারেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জ আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মালতি রাভা রায়।

এবার আসি আসি আলিপুরদুয়ার জেলাকে নিয়ে। আলিপুরদুয়ারে মোট আসন ৫ টি। কুমার গ্রাম আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মনোজ ওঁরাও। কালচিনি আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী বিশাল লামা। আলিপুরদুয়ার আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী সুমন কানজিলাল। এই আসনে হারতে পারেন তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী , কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ রায়। ফালাকাটা আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। মাদারিহাট আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার আসি দক্ষিণ ২৪ পরগনা। এই পর্যায়ে ১১ টি আসন রয়েছে এই জেলায়। সোনারপুর আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। হারতে তৃণমূলের লাভলী মৈত্র। ভাঙড় আসন থেকে জিততে পারেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। কসবা আসন থেকে জিততে পারেন সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। যাদবপুর আসন থেকে জিততে পারেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সোনারপুর উত্তর আসন থেকে জিততে পারেন ফেরদৌসী বেগম তৃণমূল প্রার্থী। টালিগঞ্জ আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস পরাজিত হতে পারেন।

বেহালা পূর্ব আসন থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জী, বিজেপি প্রার্থী পায়েল সরকার হারতে পারেন। বেহালা পশ্চিম থেকে জিততে পারেন নিহার ভক্ত সিপিএম প্রার্থী , এই আসনে হারতে পারেন পার্থ চ্যাটার্জী, শ্রাবন্তী চ্যাটার্জী। মহেশতলা আসন থেকে জিততে পারেন দুলাল দাস তৃণমূল প্রার্থী। বজবজ আসন থেকে জিততে পারেন অশোক দেব তৃণমূল প্রার্থী। মেটিয়াবুরুজ আসন থেকে জিততে পারেন আব্দুল খালেক মোল্লা তৃণমূল প্রার্থী।

এবার আসি হাওড়া। এই জেলায় ৯ টি আসন রয়েছে এই পর্বে। বালি আসন থেকে জিততে পারেন দীপশিতা ধার সিপিএম প্রার্থী, হারতে পারেন বৈশালী ডালমিয়া। হাওড়া উত্তর আসন থেকে জিততে পারেন উমেশ রায় বিজেপি প্রার্থী। হাওড়া মধ্য, আসন থেকে জিততে পারেন অরূপ রায় তৃণমূল। শিবপুর আসন থেকে জিততে পারেন রথীন চক্রবর্তী বিজেপি, হারতে পারেন মনোজ তিওয়ারি তৃণমূল।

হাওড়া দক্ষিণ আসন থেকে জিততে পারেন রন্তিদেব সেনগুপ্ত বিজেপি প্রার্থী। সাঁকরাইল আসন থেকে জিততে পারেন প্রভাকর পণ্ডিত বিজেপি প্রার্থী। পাঁচলা আসন থেকে জিততে পারেন আইএসএফ প্রার্থী মহম্মদ জলিল। উলুবেড়িয়া পূর্ব আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল। ডোমজুড় আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়।

এবার আসি হুগলি। ১০ টি আসন রয়েছে এই পর্যায়। উত্তরপাড়া আসন থেকে জিততে পারেন কাঞ্চন মল্লিক তৃণমূল, হারতে পারেন প্রবীর ঘোষাল বিজেপি। শ্রীরামপুর আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। চাপদানি আসন থেকে জিততে পারেন অরিন্দম গুইন তৃণমূল, হারতে পারেন আব্দুল মান্নান, কংগ্রেস। সিঙ্গুর আসন থেকে জিততে পারেন রবীন্দ্র নাথ ভট্টাচার্য্য, বিজেপি। হারতে পারেন বেচারাম মান্না, তৃণমূল। চন্দন নগর আসন থেকে জিততে পারেন দীপাঞ্জন গুহ বিজেপি, হারতে পারেন ইন্দ্রনীল সেন তৃণমূল।

চুঁচুড়া আসন থেকে জিততে পারেন লকেট চ্যাটার্জী বিজেপি। বলাগড় আসন থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী সুভাষ হালদার। পাণ্ডুয়া আসন থেকে জিততে পারেন রত্না দেব নাগ তৃণমূল। সপ্তগ্রাম আসন থেকে জিততে পারেন দেবব্রত বিশ্বাস বিজেপি। চণ্ডীতলা আসন থেকে জিততে পারেন মহম্মদ সেলিম সিপিএম প্রার্থী, হারতে পারেন বিজেপির যশ দাসগুপ্ত , তৃণমূলের স্বাতী খন্দকার। অর্থাৎ, আমাদের সমীক্ষায় এখনো পর্যন্ত মোট ১৩৫ টি আসনে তৃণমূল ৩৮ টি, বিজেপি ৮৪ টি, বাম-কং জোট ১৩ টি , অন্যান্যরা ০ টি আসনে জয়লাভ করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!