এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের বিজয় মিছিলে নেই শুভ্রাংশু রায়, শুরু তীব্র রাজনৈতিক গুঞ্জন

তৃণমূলের বিজয় মিছিলে নেই শুভ্রাংশু রায়, শুরু তীব্র রাজনৈতিক গুঞ্জন


আজ সবং উপনির্বাচনে জয়ী প্রার্থী হিসাবে গীতারানি ভূঁইয়ার নাম ঘোষণা হতেই রাজ্যজুড়ে আনন্দে মেতে ওঠেন শাসকদলের সমর্থকেরা। উচ্ছ্বসিত কাঁচরাপাড়া-বীজপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরাও, উচ্ছ্বাসের বশে মুকুল রায়ের বাড়ির সামনে দিয়ে রীতিমতো ব্যান্ড বাজিয়ে বিজয় মিছিল করলেন তাঁরা বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি আসলে সবং কেন্দ্রে বিজেপির পরাজয় মানে মুকুল রায়ের পরাজয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে যাওয়ার পর এটাই তাঁদের তরফ থেকে মুকুলবাবুকে ‘উপহার’ বলেও মন্তব্য করেন কেউ কেউ।
তবে বিজয় মিছিলে শুধু উচ্ছ্বাস প্রকাশই নয়, বাড়ির সামনে দিয়ে যাওয়ার মুকুল রায়ের নামে ‘গদ্দার’ স্লোগানও দিতে থাকেন কাঁচরাপাড়ার তৃণমূল সমর্থকরা বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এমনকি ‘গলি গলি মে শোর হ্যায়, মুকুল রায় চোর হ্যায়’ ই স্লোগানও শোনা যায় তাঁদের গলায় বলে জানা যাচ্ছে। তবে এই উৎসব মিছিলে কোথাও দেখা যায়নি মুকুলবাবুর পুত্র তথা স্থানীয় বিধায়ক শুভ্রাংশু রায়কে। এমনকি এই ব্যাপারে তাঁর কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। আর তাই তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!