এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার মালদায় বিরোধীশূন্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

এবার মালদায় বিরোধীশূন্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী


আজ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা। এদিন তিনি সেখানে বক্তৃতা রাখতে গিয়ে বলেন যে জঙ্গলমহলের পঞ্চায়েতের ফলাফলে মন খুব খারাপ হলেও, মালদহের ফলে আনন্দিত তিনি। এদিন ফের মালদা থেকে তিনি বিরোধীশূন্যের ডাক দিলেন। তিনি নির্বাচনের মাধ্যমে তৃণমূল ইতিমধ্যেই পঞ্চায়েতের ৭০ শতাংশ আসন দখল করেছে। বাকি যে আসন আছে তাও বিরোধীশূন্য হবে সেখানেও তৃণমূল থাবা বসবে। তিনি এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন তৃণমূলের উন্নয়নের নৌকায় আসবে সবাই। দখল নিতে হবে জেলার সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন। পাশাপাশি তিনি দাবি করেন যে তাঁর সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেরই কথা হয়েছে। আর তাঁরা সবাই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আশ্রয় নিতে চাইছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!