এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃনমূলকে তৃনমৃলের ‘ভাষা’ শেখাতে বিশেষ ‘পাঠ’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের

তৃনমূলকে তৃনমৃলের ‘ভাষা’ শেখাতে বিশেষ ‘পাঠ’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের


সারা রাজ্য জুড়ে যখন শাসকদল তৃনমূলের সন্ত্রাসের অভিযোগে পথে নামছে বিরোধীদলগুলো, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রবীন নেতা আব্দুল মান্নান দলীয় কর্মীদের পাশে দাড়িয়ে শাসকের বিরুদ্ধে ছাড়লেন তীব্র হুঙ্কার। জানা গেছে, শুক্রবার উত্তর দিনাজপুরের চোপরায় সন্ত্রাসমূলক এলাকা বলে পরিচিত লক্ষীপুরে এসে তৃনমূলের উদ্দেশ্যে তিনি বলেন, ” তৃনমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই কংগ্রেসকে উত্তর দিতে হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, এদিন লক্ষীপুরের হাইস্কুল মাঠে সভা করে সেখানকার শাসকদলের দ্বারা অত্যাচারিত দলীয় কর্মীদের সাথে দেখা করে তিনি সোজা চলে যান ডাঙ্গাপাড়ায়। জানা গেছে, বেশ কদিন আগেই এখানে শাসকদল তৃনমূলের দুস্কৃতিদের দ্বারা কংগ্রেস সমর্থক আব্দুল রহমানের একটি হাত কাটা পড়েছে এবং মহম্মদ জাহাঙ্গিরের চোখে গুলিও লেগেছে। এখান থেকে লক্ষীপুরের সভা সেরে দাসপারার চোপরামারি গ্রামে এক গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর পরিবারের সাথে দেখা করে গোয়াবাড়ি হাটেও একটি সভা করেন এবং সন্ধ্যায় লালবাজারের একটি সভাতেও উপস্থিত থাকতে দেখা যায় আব্দুল মান্নানকে।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

শুধু আব্দুল মান্নানই নন, তাঁর সাথে এই সভাগুলিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা, জেলার কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, চোপড়া ব্লক সভাপতি অশোক রায়, ইসলামপুরের মুজাফ্ফর হোসেন সহ দলীয় নেতৃত্বরা। সূত্রের খবর, শাসকদলের এই সন্ত্রাসের কথা যে তিনি বিধানসভায় তুলবেন এবং দরকার হলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও এই বিষয়ে যে এই বিষয়ে সোচ্চার হবেন তা স্পষ্ট করেছেন বিধানসভার এই বিরোধী দলনেতা। এদিকে শুধু আক্রান্ত দলীয় কর্মীসমর্থকদের বাড়িতেই নয়, সাথে সাথে পঞ্চায়েত ভোটের ডিউটিতে গিয়ে নিহত অফিসার রাজকুমার রায়ের বাড়িতে গিয়েও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে সারা রাজ্যে কংগ্রেসের দলীয় সমর্থকদের শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে বলেন তিনি। রাজনৈতিক মহলের ধারনা, উত্তর দিনাজপুরের এহেন সন্ত্রাস কবলিত এলাকায় এসে তৃনমূলকে নিজেদৃর ভাষায় জবাব দেওয়ার কথা বলে একদিকে যেমন শাসকদলকে কিছুটা চাপে ফেলতে চাইলেন, তেমনই দলের রক্তক্ষরন আটকাতে দলীয় কর্মীদেরও বাড়তি অক্সিজেন জোগালেন এই প্রবীন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!