এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া উদ্যোগ, রাজ্যের তরফে দেওয়া হল বড়সড় নির্দেশ!

করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া উদ্যোগ, রাজ্যের তরফে দেওয়া হল বড়সড় নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই দেশ এবং রাজ্য তৃতীয় ঢেউয়ে প্রবেশ করে গিয়েছে। আর এই পরিস্থিতিতে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করার কারণে সাধারণ মানুষের প্রবল সমস্যা তৈরি হয়েছে। আর তাই সাধারণের কথা ভেবে করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

সূত্রের খবর, আজ নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে প্রতিটি জেলার জেলা শাসকের কাছে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে, দরিদ্র করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দিতে হবে। তাদের চিহ্নিত করে দ্রুত যাতে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া যায়, তার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। অর্থ্যাৎ বিধিনিষেধের মধ্যে যাতে করোনা আক্রান্ত ব্যক্তিরা কোনো সমস্যার মুখে না পড়ে, তার জন্যই তাদের পাশে থাকতে রাজ্য সরকারের এই উদ্যোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!