এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টারের হুমকি বিজেপি বিধায়কের, এবার মোক্ষম জবাব তৃণমূলের

ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টারের হুমকি বিজেপি বিধায়কের, এবার মোক্ষম জবাব তৃণমূলের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক। গতকাল বিজেপির বনগাঁ জেলা সাংগঠনিক সভাপতি রাম পদ দাসের ওপর হামলা চলে কল্যাণীর কর্মী সভায়। এই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। যেখান থেকে তৃণমূলকে বিস্ফোরক হুঁশিয়ারি দেন বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এবার, তৃণমূলের পক্ষ থেকে তার পাল্টা জবাব দেওয়া হলো। এ বিষয়ে বক্তব্য রাখলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, তৃণমূল সব সময় পুলিশকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। তৃণমূল তালিবান শাসনে বিশ্বাসী। তৃণমূলের সমস্ত হার্মাদদের তিনি হুশিয়ারি দিয়ে বলতে চান যে, বিজেপি কখনো যদি ক্ষমতায় আসে, তবে এই পুলিশ দিয়েই তাদেরকে এনকাউন্টার করা হবে। তার এই হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দেয়।

এবার, এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এ প্রসঙ্গে কুনাল ঘোষ জানালেন, ভারতবর্ষ একটা গণতন্ত্রের দেশ, পশ্চিমবঙ্গ হলো গণতন্ত্রের রাজ্য। সেখানে দাঁড়িয়ে বিজেপির একজন বলছেন এনকাউন্টার করাবেন। বিজেপি আসলে পুলিশরাজে বিশ্বাস করে। বিজেপি সন্ত্রাসকে বিশ্বাস করে। অন্যদিকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ ক্ষেত্রে দেখা দরকার কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!