জয়ের আগেই উৎসবের প্রস্তুতি: নববর্ষের সেরা চমক – মা-মাটি-মানুষের টি-শার্ট রাজ্য April 16, 2018 জয়ের আগেই উৎসবের প্রস্তুতি: নববর্ষের সেরা চমক – মা-মাটি-মানুষের টি-শার্ট। নির্বাচনের সমগ্র প্রক্রিয়া নিয়ে সরগরম গোটা রাজ্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগেই জয়ের উৎসব পালন করছে তৃণমূল। এরমধ্যেই বর্ধমানের গেঞ্জি তৈরির কারখানাগুলিতেও চলছে রমরমা ব্যাবসা । আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে খোঁজ নিয়ে দেখা গেছে অন্যান্য টি-শার্টের অর্ডার বাতিল করে পূর্ব বর্ধমানের গেঞ্জি তৈরির কারখানাগুলোতে তৈরী হচ্ছে তৃণমূলী টি-শার্ট। টি-শার্টগুলির একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও অন্যদিকে মা-মাটি-মানুষ লেখা তৃণমূলের লোগো থাকবে। শুধু বর্ধমান নয় অন্যান্য জেলার তৃণমূল শিবির থেকেও অর্ডার আসছে এই টি-শার্টগুলির। সময় কম থাকায় রাত জেগে কাজ সারছে কারখানার কর্মীরা। ভোটার ভাগ্য আদালতের হাতে থাকলেও গেঞ্জি তৈরিতে নাস্তানাবুদ হচ্ছে কারখানাগুলি। আপনার মতামত জানান -