এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তরপ্রদেশ সফরের আগে মুখ্যমন্ত্রীকে বিশেষ পরামর্শ শুভেন্দুর, তীব্র চাপানউতোর বঙ্গ রাজনীতিতে

উত্তরপ্রদেশ সফরের আগে মুখ্যমন্ত্রীকে বিশেষ পরামর্শ শুভেন্দুর, তীব্র চাপানউতোর বঙ্গ রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চন, যিনি সমাজবাদী পার্টির সদস্য। এবার সমাজবাদী পার্টির হয়ে প্রচারে উত্তরপ্রদেশে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তর প্রদেশ সফরের আগে তাকে বিশেষ পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, কিরণময় নন্দ এখন রাজনীতিতে অত্যন্ত অপ্রাসঙ্গিক। এরপরই মুখ্যমন্ত্রীর উত্তর প্রদেশ সফর নিয়ে প্রবল কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এক বিশেষ পরামর্শ দিলেন তিনি মুখ্যমন্ত্রীকে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী যে হিন্দি বলেন, তা উত্তরপ্রদেশের কেউ বুঝবেন না। তাই তিনি যদি দোভাষীর সাহায্য নেন, তাহলে কিছুটা সুবিধা হবে। কারণ উত্তরপ্রদেশে অন্য ধরনের হিন্দি চালু আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও জানালেন, উত্তরপ্রদেশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যান, তবে লাভ বিজেপিরই হবে। উত্তরপ্রদেশে বিজেপি অত্যন্ত শক্তিশালী। সেখানে বাংলার কারোর প্রচার করার দরকার হয়না। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যেতেই পারেন। তাকে বিজেপি কখনোই বহিরাগত বলবেনা। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার উত্তরপ্রদেশের মাটিতে নামতে কখনোই বাধা দেবে না বিজেপি।

এভাবেই মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফর নিয়ে প্রবল কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর এই বক্তব্যের জবাবে তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি আপামর জনতার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!