এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার চালাকি বুঝে গিয়েছেন সংখ্যালঘুরা! এবারের ভোটে ঠ্যালা বুঝবে তৃণমূল!

মমতার চালাকি বুঝে গিয়েছেন সংখ্যালঘুরা! এবারের ভোটে ঠ্যালা বুঝবে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার সিএএ নিয়ে একটা বিভ্রান্তিকর বক্তব্য সামনে আনার চেষ্টা করছে। এর আগেও তারা এই রকম বক্তব্য রেখে সংখ্যালঘু মুসলিমদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছিল। কিন্তু এবার সেই সংখ্যালঘু মুসলিমরা সিএএ লাগু হয়ে যাওয়ার পরেও রাস্তায় নামেননি। আর এর ফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে তারা পা দিতে চাইছেন না। উত্তরবঙ্গের সভা থেকে সেই কথাই তুলে ধরে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংকে যে বড়সড় ফাটল ধরতে চলেছে, তার ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে উত্তরবঙ্গের সভা থেকে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সিএএর ফলে একজনেরও নাগরিকত্ব যাবে না। আর এটা সংখ্যালঘু মুসলিমরাও বুঝেছেন। সেই কারণে তারা এবার আর রাস্তায় বের হননি।” বলা বাহুল্য, এর আগে এই নাগরিকত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিলেন এবং তার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ রাস্তায় বেরিয়ে বিক্ষোভ করেছিল।কিন্তু সেই রকম এবার হতে দেখা যায়নি। আর তার পেছনে বড় কারণ হচ্ছে, সংখ্যালঘুরাও আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন না। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটে তৃণমূল নেত্রী যে সংখ্যালঘু ভোটকে নিজের সম্পদ বলে মনে করেন, সেই সংখ্যালঘু ভোটে যে একটা বড় ফাটল ধরতে চলেছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!