রাম নামে তৃণমূলকে মাত করতে ভোট ময়দানে বিজেপি রাজ্য January 25, 2018 রাজ্য রাজনীতিতে রামচন্দ্র বারবারই এসেছেন, এখনও আসছেন। উপনির্বাচন নাকের ডগায়। এরই মধ্যে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় রাম নামে তৃণমূলকে হটানোর বার্তা দিলেন। এদিনে উলুবেড়িয়ায় প্রচারে এসে জয় বাবু বলেন যে বিজেপি রাম নাম করেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়িয়ে দেবে। এছাড়াও বিজেপি শ্রীরামচন্দ্রের আশীর্বাদ ধন্য দল বলে দাবি করেন। শাসকদলের মুসলিম তোষন নিয়ে বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ উঠেছিল। আবার কয়েকদিন আগে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ব্রাহ্মন সম্মেলন করে সমালোচনার আলোয় এসেছিল। এই ঘটনাত জয় বলেন, ” তৃণমূল আগে রহিম রহিম করত। এখন দেখছে রামেরা পাশ থেকে সরে যাচ্ছে। তই এখন আবার রাম রাম করা শুরু করেছে।” জয় বাবুর আরও দাবী তৃণমূল রাম ভক্তি দেখালেও শ্রীরাম গেরুয়া শীবিরেই থাকবেন। এদিনের প্রচারে জয় বাবু তৃণমূলকে ভূত বলে কটাক্ষ করে বলেন, ” রাম নাম করলে ভূত পালায়। আর তৃণমূল তো কোন ছাড়। ” সথে সথেই বিজেপির পাল্লা ভারী করে মঙ্গলবার তৃণমূল ও সিপিএম থেকে প্রায় ২০০ জন গেরুয়া পতাকা তুলে নিয়েছেন ঘটনাটি তুলশিবেড়িয়ার। এদিন জয় বন্দ্যোপাধ্যায় ও সাংসদ জর্জ বেকারের হাত থেকে নাবগতরা পাতাকা পেয়ে আপ্লুত। আপনার মতামত জানান -