এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার খেসারত, বড়োসড়ো শাস্তির মুখে প্রাক্তন বাম বিধায়ক

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার খেসারত, বড়োসড়ো শাস্তির মুখে প্রাক্তন বাম বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কোনো রকম দাগ কাটতে পারেনি বাম ও কংগ্রেস নেতৃত্ব। স্বাধীনতার পর এই প্রথম বাম-কংগ্রেস প্রতিনিধিহীন বিধানসভা দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। একাধিক বিষয় নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের তিনি তীব্র সমালোচনা করেছিলেন। তখন কোনো পদক্ষেপ নেয়নি দল। কিন্তু, এবার তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হলো। তিন মাসের জন্য সেন্সর করা হলো তন্ময় ভট্টাচার্যকে।

নির্বাচনে পরাজয়ের পর দলের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছিলেন তন্ময় ভট্টাচার্য। তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, বিধানসভা নির্বাচনে হারার পর কেউ এর দায় নেবেন না। শুধু স্ট্যালিনের দোহাই না দিতে। কারণ এটা স্ট্যালিনের যুগ নয়। দলের সর্বক্ষণের কর্মীদের ভাতা চার, পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে তা ২১ হাজার টাকা করার প্রস্তাব রেখেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, যেসব নেতারা উপর থেকে নির্দেশ দিয়ে থাকেন। পরাজয়ের ভার তাঁদের নিতে হবে। যেসব নেতারা বলে থাকেন যে, তাঁরা ভোটের রাজনীতি করেন না। তাঁরা রাস্তায় থাকেন। জনতা জনার্দন ফুটো বাটি তাঁদের হাতে ধরিয়ে দিয়েছেন। দলের সিস্টেম উলঙ্গ হয়ে পড়েছে। আদ্দিকালের ভাবনা ছেড়ে দিয়ে সংস্কারের প্রয়োজন আছে দলের।

এরপর গতকাল তিন মাসের জন্য সেন্সর করা হল প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। তিনমাস তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য রাখতে পারবেন না। অন্যদিকে, নির্বাচনে পরাজয়ের পর দলের বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখেছিলেন প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্যেরও তীব্র সমালোচনা করা হয়েছে। এদিকে সিপিএম সূত্রে জানা গেছে যে, আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে তাদের জোট থাকবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!