এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মান-অভিমানের পালা শেষে শুভেন্দু-তৃনমূলে মিটছে দূরত্ব? জল্পনা বাড়ালেন শাসকদলের মুখপাত্র

মান-অভিমানের পালা শেষে শুভেন্দু-তৃনমূলে মিটছে দূরত্ব? জল্পনা বাড়ালেন শাসকদলের মুখপাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে গোটা বাংলাজুড়ে। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে না তাকে। উল্টে তার অনুগামীরা বিভিন্ন জায়গায় “আমরা দাদার অনুগামী” বলে কর্মসূচি করছেন। যেখানে উপস্থিত হচ্ছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকে বলছেন, শুভেন্দুবাবু তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন।

তাই পৃথক মঞ্চ গঠনের ওপর জোর দিয়ে তিনি তার অনুগামীদের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। তবে তাকে নিয়ে যে জল্পনাই চলুক না কেন, এবার এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাশীষ চৌধুরী। যেখানে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আর তার উত্তরে দেবাশীষ চৌধুরী বলেন, “দাদা বলতে কাকে বোঝাচ্ছে! আমি শুনেছি, শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন আমাদের দলের একজন নেত্রী। আমি তার সৈনিক। এর পর আর কি কথা থাকতে পারে!” একাংশ বলছেন, দেবাশিসবাবু এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে যে গুঞ্জন রটানো হচ্ছে, সবটাই জল্পনা। এর মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী দল বদল করতে পারেন বলে যে গুঞ্জন তৈরি হয়েছিল, তার সমস্তটাকেই “ভিত্তিহীন” বলে দাবি করার চেষ্টা করলেন তৃণমূলের এই রাজ্যস্তরের মুখপাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দেবাশিস চৌধুরী বলেন, “খুব কৌশলে তৃণমূলের লড়াইয়ের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই চেষ্টা সফল হবে না। যারা এই প্রশ্নগুলো বাজারে ছড়াচ্ছে, এই সরকার যাতে পুনরায় ফিরে আসতে না পারে, তার জন্য চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের তৃণমূল স্তযে পরীক্ষিত রাজনৈতিক কর্মীরা খুব সহজেই ধরতে পারবে বিজেপির এই কৌশলটা।” অর্থাৎ গোটা ব্যাপারটি বিজেপির কৌশল বলে দাবি করার চেষ্টা করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল নিঃসন্দেহে চাপে রয়েছে। তারা একের পর এক কর্মসূচি যেখানে দল এবং সরকারের কোনো চিহ্ন নেই, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আগামী দিনে শুভেন্দুবাবু কি করবেন, তা বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে যা খবর তৈরি হচ্ছে, তার সমস্তটাই ভিত্তিহীন বলে দাবি করার চেষ্টা করলেন তৃণমূলের মুখপাত্র। অনেকে বলছেন, শুভেন্দুবাবু সম্পর্কে একটা জল্পনা তৈরি হয়েছে যে, সাংগঠনিকভাবে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেসে। তাই তিনি পৃথকভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। যেখানে দল এবং সরকারের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে।

অনেকে এটাও বলেছেন যে, শুভেন্দু অধিকারী এবার বিজেপিতে যোগদান করতে পারেন। আর তা যদি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস যে ব্যাপক চাপে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের কোনো দূরত্ব তৈরি হয়নি বলে দাবি করলেন শাসক দলের মুখপাত্র। তবে তিনি যে কথাই বলুন না কেন, শুভেন্দু অধিকারীর পদক্ষেপ এবং আচার-আচরণ যে নিঃসন্দেহে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!