এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি তেলেনিপাড়া কাণ্ডে হস্তক্ষেপ করবেন খোদ অমিত শাহ? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

এবার কি তেলেনিপাড়া কাণ্ডে হস্তক্ষেপ করবেন খোদ অমিত শাহ? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ


একদিকে করোনা ভাইরাস, আর তার মাঝে বিভিন্ন সময় গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। যদিও শান্তি স্থাপন করতে রীতিমত তৎপর পুলিশ প্রশাসন। তবে এই বিক্ষিপ্ত গন্ডগোল এবং অশান্তির ঘটনায় বারবার বিঘ্নিত হচ্ছে রাজ্যের শান্তি। ইতিমধ্যেই হুগলির তেলেনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষ রীতিমত ভাবাতে শুরু করেছে সকলকে। বিরোধীদের পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।

অন্যদিকে পাল্টা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আর এমত পরিস্থিতিতে তেলেনিপাড়াতে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে যান সেখানকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু পুলিশ তাঁকে রাস্তাতেই আটকে দেয় বলে অভিযোগ। আর এরপরেই বিজেপির এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে তেলেনিপাড়া নিয়ে স্মারকলিপি জমা দেয়।

আর এখানেই থেমে না থেকে লকডাউনের নির্দেশিকা মেনেই সেখানকার ডিএম অফিসের সামনে নীরব ধর্নায় বসেন বিজেপির দুই হেভিওয়েট সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংহ। অর্জুন সিংহ পরে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে ক্ষোভ উগরে দেন। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির দুই সাংসদ যেভাবে চেপে ধরছেন প্রশাসনকে, তাতে রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই সবের পরিপ্রেক্ষিতে, তেলেনিপাড়া ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হল দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে। শুক্রবার রাতে চুঁচুড়া থানায় বিজেপি সাংসদ অর্জুন সিং ও চুঁচুড়া মহিলা থানায় স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আলাদা ভাবে দুটি এফআইআর দায়ের হয়। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই মহিলা থানা থেকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তদন্তের স্বার্থে আগামী ২২ মে থানায় এসে দেখা করতে বলেছেন। একইভাবে চুঁচুড়া থানা থেকেও অর্জুন সিংকে দেখা করতে বলা হয়েছে।

আর এবার তেলেনিপাড়ার ঘটনা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি জানান, হুগলির তেলিনীপাড়ায় অশান্তি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। সেখানে লাগাতার সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হয়েছে। নিজেদের অকর্মণ্যতা ঢাকতে পুলিশ উল্টে দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বিজেপি সাংসদদের সঙ্গে সাধারণ আসামির মতো ব্যবহার করছে মমতার পুলিশ।

দিলীপবাবু আরও জানান, তেলেনিপাড়ার ঘটনায় হিন্দু জাগরণ মঞ্চের নেতা হংসরাজ জি কে পুলিশ তুলে নিয়ে গিয়েছে । তাকে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনা জানিয়ে চিঠি দিচ্ছি। তেলেনিপাড়ার ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছি। আর এরপরেই রাজ্য-রাজনীতিতে জল্পনা চরমে যে – এবার কি তেলেনিপাড়ার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করবেন অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? উত্তরের অপেক্ষায় আপাতত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!