এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের মমতা, বিজেপির মুখ কে? মোদী কে সামনে রেখেই কি ২০২১ ও বৈতরণী পার করবে গেরুয়া শিবির

তৃণমূলের মমতা, বিজেপির মুখ কে? মোদী কে সামনে রেখেই কি ২০২১ ও বৈতরণী পার করবে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা সবাই জানেন। বিগত নির্বাচনগুলোর মতো এবারেও যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়বে, তা কারোরই অজানা নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলাকে টার্গেট করে ক্ষমতা দখলের প্রতিজ্ঞা করা হয়েছে। সেদিক থেকে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মুখের কথা ঘোষণা করা হয়নি।

মমতা বন্দোপাধ্যায়ের মত প্রভাবশালী রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকে যে একটা ভালো মুখ সামনে আনতে হবে, তা জানে গেরুয়া শিবিরের প্রতিটি নেতৃত্ব। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত তারা কাকে মুখ করে এগোবে, সেই ব্যাপারে কোনো সরকারি ঘোষণা করেনি। তবে ইতিমধ্যেই বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনের সাফল্য পেতে কাকে কাকে মুখ করতে পারে, তা নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। এই ব্যাপারে বেশ কিছু নাম সামনের সারিতে উঠে আসতে দেখা গেছে। যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়,এবং স্বপন দাশগুপ্তের মত ব্যক্তিত্বরা।

বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে বিজেপির উত্থান হতে দেখা গেছে। বিভিন্ন নির্বাচনে তিনি জয়লাভ এর পাশাপাশি দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তার ভোকাল টনিক দলের নেতাকর্মীদের বিভিন্ন সময় উজ্জীবিত করেছে। সম্প্রতি বিজেপির নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে আবার কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সভাপতি করেই তার উপরে ভরসা রেখেছেন‌।

সেদিক থেকে তাকে মুখ করেই বিজেপি 2021 সালে লড়তে পারে বলে মনে করছে একাংশ। কেননা যদি তার উপর বিজেপি নেতৃত্ব ভরসা নাই রাখত, তাহলে তাকে দলের সভাপতির দায়িত্ব দিত না। তাই সেদিক থেকে সংগঠনের দায়িত্ব দিয়ে সেই সংগঠনের ওপর ভিত্তি করেই আগামী দিনে তৃণমূলকে সরাতে দিলীপ ঘোষকে মুখ করতে পারে গেরুয়া শিবির বলে মনে করছে অনেকে। অন্যদিকে প্রাক্তন তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনে মুখের ক্ষেত্রে জল্পনার পর্যায়ে রয়েছে। কেননা মুকুলবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর গত লোকসভা নির্বাচনে বিজেপির 18 টি আসন পাওয়ার পেছনে অসামান্য অবদান রেখেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, তার নেতৃত্বেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা থেকে শুরু করে বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এমনকি সম্প্রতি দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছ থেকে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য মৌখিকভাবে দায়িত্ব নিয়ে এসেছেন মুকুলবাবু। আগামী দিনে তিনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই এহেন বঙ্গ বিজেপির চানক্য মুকুল রায়কেও 2021 এর বিধানসভা নির্বাচনে মুখ করা হতে পারে বলে দাবি তার অনুগামীদের।

আর সবথেকে বেশি যে নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে, তিনি হলেন বঙ্গসন্তান তথা বিশিষ্ট বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত। বর্তমানে তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। সেভাবে বাংলায় তাকে কোনো সাংগঠনিক ক্রিয়া-কলাপ করতে দেখা না গেলেও, তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বাংলা সমস্ত অভ্যন্তরীণ খবর এই স্বপন দাশগুপ্তের মধ্যে দিয়েই নেন অমিত শাহ বলে দাবি একাংশের। তাই তাঁর মত বিচক্ষণ রাজনীতিবিদকে বাংলার নির্বাচনে মুখ করে এগিয়ে যেতে পারে গেরুয়া শিবির বলে দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও বা এই সমস্ত নাম জল্পনার পর্যায়ে থাকলেও,এই ব্যাপারে মুখ খুলতে নারাজ প্রত্যেকেই।

তাদের দাবি, বিজেপি সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল। এখানে এইভাবে আগে থেকে মুখ ঠিক করে লড়াই হয় না। আগে সাফল্য মেলে। তারপর আলোচনার ভিত্তিতে মুখ ঠিক করা হয়। বিজেপিতে মুখ ফ্যাক্টর নয়। তবে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে এই সমস্ত নাম নিয়ে যদি চর্চা শুরু হয়, তাহলে বিজেপির অন্দরে ব্যাপক দ্বন্দ্ব শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই অনেকে বলছেন, 2014 এর পর 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসায় পেছনে বড় কৃতিত্ব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। সেদিক থেকে বাংলায় ক্ষমতায় আসার জন্য মোদী ম্যাজিকের উপর যে তাদের অনেকটাই নির্ভরশীল হতে হবে, তা পরিষ্কার সকলের কাছে। ফলে স্থানীয় স্তরের মুখ অপেক্ষা নরেন্দ্র মোদির ওপর নির্ভর করেই বিজেপিকে বাংলায় পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদী বিস্তার লাভ করলেও, যেহেতু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত রাজনীতিবিদ রয়েছে, সেহেতু তার বিরুদ্ধে স্থানীয় একটি মুখ যে অত্যন্ত প্রয়োজনীয়, সেই ব্যাপারে সন্দেহ নেই গেরুয়া শিবিরের। তবে এখন এতসব ভাবতে নারাজ তারা। তাদের একটাই লক্ষ্য, বাংলায় সংগঠনকে শ্রীবৃদ্ধি করে আগামী 2021 এর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। তাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে আগামী দিনে সাংগঠনিক আলোচনার ভিত্তিতেই ঠিক করা হবে বলে দাবি করছেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। তবে দলের শৃঙ্খলার স্বার্থে নেতা থেকে কর্মী মুখ খুলতে না চাইলেও, এখন আলোচনা স্তরে থাকা এই মুখ 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!