এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পরিস্থিতি ভয়াবহ, মোদীর সঙ্গে কথা! আজই উত্তরবঙ্গে রেলমন্ত্রী!

পরিস্থিতি ভয়াবহ, মোদীর সঙ্গে কথা! আজই উত্তরবঙ্গে রেলমন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই খবর আসে গুয়াহাটি গামী বিকান এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আর তারপরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশজুড়ে। প্রায় 12 টি বগি মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনের মধ্যে। ইতিমধ্যেই উদ্ধারকার্য চালানোর কাজ শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে আজ যেখানে রেল দুর্ঘটনা হয়েছে, সেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে আসছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই রেল দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে পা রাখছেন রেলমন্ত্রী। ইতিমধ্যেই একটি টুইট করেছেন তিনি। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই ব্যাপার নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ট্যুইটে তিনি লেখেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় 12 টি কামরা লাইনচ্যুত হয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। উদ্ধারকার্যের বিষয়ে তাকে জানিয়েছি। সামগ্রিক পরিস্থিতি ও উদ্ধারকার্যের ওপর নজর রাখছি।” একাংশ বলছেন, এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবং গোটা দুর্ঘটনাস্থল পরিদর্শন করতেই তড়িঘড়ি রেলমন্ত্রীর এই সিদ্ধান্ত। আর সেই কারণেই আজ রাজ্যে আসছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!