এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > BIG BREAKING – তৃণমূলের প্রভাবশালী নেতাকে গুলি করে খুনের চেষ্টা, তীব্র চাঞ্চল্য রাজ্যে!

BIG BREAKING – তৃণমূলের প্রভাবশালী নেতাকে গুলি করে খুনের চেষ্টা, তীব্র চাঞ্চল্য রাজ্যে!


করোনা আতঙ্কে সারা পৃথিবীর পাশাপাশি বাংলাও থমথম করলেও, রাজনৈতিক হানাহানি থেমে নেই এক ফোঁটাও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বা তাঁদের উপর দুষ্কৃতী হামলার খবর ভেসে আসছে। এই করোনা অবহেও প্রাণ হারাচ্ছেন বহু তৃণমূল নেতা। আর এবার সেই রকমই এক ভয়ঙ্কর ঘটনার প্রতিচ্ছবি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

তৃণমূলের ভাঙড়ের বোদরা অঞ্চলের সভাপতি তথা উপপ্রধান সাদিকুল দপ্তরিকে গুলি করে খুনের চেষ্টা করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বোদরা বাস স্টান্ডে শনিবার কয়েকজনের সঙ্গে বসেছিলেন সাদেকুল দপ্তরি, সেখানেই রাত দশটা নাগাদ পাঁচ-ছয় জন দুষ্কৃতী বাইকে করে সেখানে আসে ও তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূলের ভাঙড়ের বোদরা অঞ্চলের সভাপতি তথা উপপ্রধান সাদিকুল দপ্তরি। ঘটনার পর ওই দুষ্কৃতীরা চম্পট দিতে চাইলে, তৃণমূলের কর্মীরাই তাদের ধরে ফেলে বলে স্থানীয় সূত্রের খবর। আরও জানা গেছে, এই দুষ্কৃতীরা সকলেই উত্তর ২৪ পরগণা জেলার সোদপুরের বাসিন্দা।পুলিশ এই নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে, যদিও এই হামলার কারণ নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয় নি পুলিশের তরফে।

এদিকে ঘটনার কথা জানতে পেরে আক্রান্ত নেতার বাড়িতে যান জেলা যুব তৃণমূলের সভাপতি সওকাত মোল্লা, ভাঙড় ১ ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূলের তরফ থেকে অভিযোগ যে, বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এই কাজ করেছে। বিজেপির পাল্টা দাবি, এই ঘটনায় বিজেপির কেউ দায়ী নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!