এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে ৯০% আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তৃণমূল

অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে ৯০% আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তৃণমূল


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা তথা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড-হারবারে পঞ্চায়েত নির্বাচনে জয়-জয়কার তৃণমূল প্রার্থীদের। সূত্রের খবর, ডায়মন্ড-হারবারের ৯০% আসনেই কোনো প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, আর তাই ডায়মন্ড-হারবারের গ্রামীণ ভোটের দখল নিরঙ্কুশভাবে ঘাসফুল শিবিরের কাছেই থাকল। ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রে মোট ৮ টি ব্লক (ডায়মন্ড হারবার-১, ডায়মন্ড হারবার-২, ফলতা, বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২ এবং ঠাকুরপুকুর-মহেশতলা) আছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচন কমিশনসূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই ৮ টি ব্লকের মধ্যে গ্রাম-পঞ্চায়েতের ১,০৮১ টি আসনের মধ্যে বিরোধীরা প্রার্থী দিতে পারে নি ৯৭০ টি আসনে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ২০৮ টি আসনের মধ্যে বিরোধী প্রার্থী নেই ১৮৫ টি আসনে এবং ২০ টি জেলা পরিষদের আসনের মধ্যে বিরোধী প্রার্থী নেই ১৮ টি আসনে। অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ১,৩০৯ টি আসনের মধ্যে ১,১৭৩ টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, হিসেবে করলে যা দাঁড়ায় প্রায় ৯০%, ফলে স্বাভাবিকভাবেই খুশির ছবি ঘাসফুল শিবিরে। যদিও দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা সম্পাদক শমীক লাহিড়ী অভিযোগ করেছেন, জেলার ২৯টি বি়ডিও অফিসের ১৪-১৫টি ঘিরে রেখেছিল সশস্ত্র দুষ্কৃতীরা। বামপ্রার্থীরা যতবার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন, ততবার তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের বা ঘাসফুল শিবিরের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!