বড়সড় দলবদলের অনুমান শোভনের হাত ধরে, তৃণমূলের ভাঙন অব্যাহত তৃণমূল নদীয়া-২৪ পরগনা বিজেপি রাজনীতি রাজ্য January 14, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের হাত ধরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে প্রবেশ করলেও দীর্ঘদিন ধরে তাঁরা নিষ্ক্রিয় হয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতাদের ক্রমাগত আলোচনা শোভন এবং বৈশাখীকে সক্রিয় করে তুলতে সাহায্য করে এবং শোভন-বৈশাখী সক্রিয় হওয়ার সাথে সাথেই এবার গেরুয়া শিবির দ্বিগুণ শক্তিতে রাজ্য দখলে নেমে পড়ল বলে মনে করা হচ্ছে। কার্যত, তৃণমূল শিবিরে ভাঙ্গনের আশংকা আরও জোরদার হলো বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই তৃণমূল শিবিরে শুভেন্দু অধিকারী দল ভেঙে এসে যোগদান করেন গেরুয়া শিবিরে। তাঁর সাথে এক ঝাঁক তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদ চলে আসেন বিজেপিতে। আর এবার মনে করা হচ্ছে সক্রিয় শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে আবারও তৃণমূলের ফাটল চওড়া হতে পারে। তবে শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় হওয়ার পর কিন্তু রাজনৈতিক খেলা পুরোপুরি ঘুরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শোভন-বৈশাখী জানিয়েছেন, আগামী 18ই জানুয়ারী ডায়মন্ড হারবারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মেগা রোড শো করতে চলেছেন। যথারীতি এই মেগা রোড শো নিয়ে চলছে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। কিছুদিন আগেই অবশ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সভা করতে গিয়ে মুখোমুখি হয়েছিলেন প্রবল আক্রমণের। যথারীতি পাল্টা গেরুয়া শিবিরের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল রাজ্য প্রশাসনকে। আর তাই এবার বিজেপির হাইপ্রোফাইল রোড শো নিয়ে এখন থেকেই প্রশাসন সাবধান। অন্যদিকে জানা গেছে, রোড শো এর পর শোভন ও বৈশাখী ডায়মন্ডহারবার একটি সভা করবেন। তবে তা নিয়ে এখনো পুলিশের অনুমতি পাওয়া বাকি বলে জানা গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ডায়মন্ড হারবার কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের বহু পুরনো গড়। একসময় ডায়মন্ড হারবারে শোভন চট্টোপাধ্যায়ের ব্যাপক প্রভাব ছিল বলে জানা যায়। পুরনো দিনের নেতারা এখনও শোভনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন। ইতিমধ্যে শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় হওয়ার সাথে সাথে তৃণমূলের আর এক হেভিওয়েট নেতা দীপক হালদার শুরু করেছেন দলে বেসুরো হওয়া। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের জনসাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আবু তাহেরসহ জেলার বহু নেতা কিন্তু ইতিমধ্যে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। ফলস্বরূপ ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে বড়সড় দলবদলের জল্পনা। আপাতত রাজনৈতিক মহলের নজর শোভন-বৈশাখীর মেগা রোড শোর দিকে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, শোভন-বৈশাখী সক্রিয় হওয়ার সাথে সাথে গেরুয়া শিবিরের বাংলার মসনদ দখলে ইচ্ছা যে আরো জোরদার হবে সে কথা বলাই বাহুল্য। আপাতত দেখার, শোভন বৈশাখী গেরুয়া শিবিরের এই ইচ্ছা পূরণ করতে কতটা সাহায্য করতে পারেন! এক্ষেত্রে এটাও দেখার, তৃণমূল শিবিরে ভাঙন ধরাতে শোভন-বৈশাখী কতটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেন। আপনার মতামত জানান -