এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের অনেক বিধায়কই বিজেপিতে আসছেন! হাওড়া জেলায় গিয়ে ‘ফাঁস’ সায়ন্তনের, পাল্টা দিলেন অরূপ

তৃণমূলের অনেক বিধায়কই বিজেপিতে আসছেন! হাওড়া জেলায় গিয়ে ‘ফাঁস’ সায়ন্তনের, পাল্টা দিলেন অরূপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে রাজ্য রাজনীতি সরগরম। সেখানে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কোথায় অবস্থান করবেন, সেই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। মূলত এই দ্বন্দ্বকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল থেকে তাঁকে আহ্বান জানাতে দেখা গেছে। সেখানে বিজেপির সঙ্গে বাদ যাননি কংগ্রেস সিপিএমও।

সেইসঙ্গে হাওড়াতে ‘দলের অনুমোদনহীন’ মিছিল থেকে শুরু করে শিবপুরের প্রবীণ বিধায়ক জটু লাহিড়ির পিকে সংক্রান্ত মন্তব্য, বালিতে স্থানীয় প্রার্থীর দাবিতে পোস্টার—একের পর এক ঘটনায় রাজনীতি সরগরম। তবে এত সহজে হাল ছাড়তে রাজি নয় তৃণমূলও। সেক্ষেত্রে অনেক চেষ্টা করে শুভেন্দু অধিকারীকে দলে রাখতে বৈঠক করা হয়। কিন্তু সেই বৈঠকের পর শুভেন্দু অধিকারী দলে থাকছেন, এমনটা সৌগত রায় ঘোষণা করলেও এরপরই শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ মেসেজে সমস্ত হিসেব গোলমাল হয়ে যায়।

সেখানে তিনি যে তাঁর অবস্থান নিয়ে আবারও জল্পনা তৈরি করেছেন, সেটা বলাই বাহুল্য। বস্তুত, এরপর আগুনে ঘি ঢেলেছিলেন মুকুল রায়। শুভেন্দু অধিকারীর মেসেজের কথা জানার পর তিনি বলেছিলেন, শুভেন্দু গণ আন্দোলনের ফসল। তাঁর সিদ্ধান্ত ভুল হবে না। বস্তুত, মুকুল রায় যেহেতু শুভেন্দু অধিকারীর পুরনো সতীর্থ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তিনি তাঁকে ভাল করেই চেনেন বলেই দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেখানে তাঁর কথার গুরুত্ব থাকবে বলেই দাবি করেছিলেন তাঁরা। তবে এরই মধ্যে আবারও নতুন করে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বুধবার হাওড়ার ঘোষপাড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে বলেন, হাওড়া জেলায়ও শাসক দলের অনেক বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তাঁর কথায়, মানুষ যেহেতু তৃণমূলের পাশ থেকে সরে গিয়েছে, নেতারা সেটা বুঝতে পেরে অনেকেই আগামীদিনে তৃণমূল ত্যাগ করে তাঁদের দলে যোগ দেবেন। আর সায়ন্তন বসুর এই কথার প্রেক্ষিতেই জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে পাল্টা জবাব দিতে দেখা গেছে। তাঁদের কথায়, যাঁরা তৃণমূলের আদর্শকে নিয়ে দল করেন, তাঁরা কোনওদিন তৃণমূল ছাড়বেন না বলেই আশা রেখেছেন তিনি।

সেইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, আশায় বাঁচে চাষা। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী তৃণমূলের সম্পদ। সেইসঙ্গে তিনি বলেন তাঁর দৃঢ় বিশ্বাস শুভেন্দু অধিকারী দলে থাকবেন। কারণ তাঁর মতে, শুভেন্দু অধিকারীর মত একজন নেতার ক্ষেত্রে এটাই স্বাভাবিক। এছাড়া তিনি লড়াই করে নেতা হয়েছেন। তাই ভবিষ্যতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবন্ধভাবেই তৃণমূল লড়াই করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!