এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের পিছিয়ে যাচ্ছে পুরভোট? কমিশনে নিজেদের দাবি পৌঁছে দিল বিজেপি!

ফের পিছিয়ে যাচ্ছে পুরভোট? কমিশনে নিজেদের দাবি পৌঁছে দিল বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালতের পরামর্শ মতো চার পৌরনিগমের ভোট অনেকটাই পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন হচ্ছে। তবে আগে থেকেই কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, 27 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি মেয়াদোত্তীর্ণ পৌরসভা নির্বাচন হবে। সেই মতো করে কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু তার মাঝেই বিজেপির পক্ষ থেকে 108 টি মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া নিয়ে কমিশনের কাছে দাবি জানানো হল। যে ঘটনাকে কেন্দ্র করে ফের আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। যেখানে করোনা ভাইরাস যেভাবে বাধতে শুরু করেছে, তাতে চার সপ্তাহ 108 টি পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন করেন তারা। আর এরপর থেকেই নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি আবারও পিছিয়ে যাবে রাজ্যের বাকি পৌরসভা গুলোর নির্বাচন! বিজেপির দাবির পর এই আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!