এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব কি এবার ফেসবুক লাইভেও হবেন সোচ্চার? দল ছাড়ার পথে কি তিনিও?

রাজীব কি এবার ফেসবুক লাইভেও হবেন সোচ্চার? দল ছাড়ার পথে কি তিনিও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর পর আরও একটি বিতর্কিত নাম হয়ে উঠেছে বর্তমানে বাংলা রাজ্য রাজনীতিতে। রাজ্যের শাসক দলের অন্দরে শুভেন্দু অধিকারী যখন বেসুরো হয়ে দল ছাড়ার পথে, ঠিক তখনই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও  শুভেন্দুর সুরে সুর মিলিয়ে শুরু করেন বেসুরো আওয়াজ। একটা সময় তো হাওড়ার বিভিন্ন এলাকায় তথা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাজীব অনুগামীদেরও পোস্টার দেখা যায়। তবে এবার রাজীব ফেসবুক লাইভ করবেন বলে কৌতুহল আরও বাড়িয়েছেন।

যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে একলা এগিয়ে যাওয়ার কথা লেখা থাকে। দীর্ঘদিন ধরেই রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়ার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ জাহির করে চলেছেন। পরিস্থিতি বুঝে তৃণমূলের পক্ষ থেকে রাজীবকে শান্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়। রাজীবের সাথে আলোচনা চালাতে শুরু করেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জ্জী। পরবর্তীতে অবশ্য রাজীব তৃণমূলের সাথেই আছেন বলে দাবি করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গতিবিধি নিয়ে যথারীতি এখনো জল্পনা চলছে। সূত্রের খবর, মন্ত্রিসভার কোন বৈঠকেই তাঁকে আর পাওয়া যাচ্ছেনা। পাশাপাশি হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল পদত্যাগ করার সাথে সাথে মন্ত্রিসভার বৈঠক ডাকা হলেও হাওড়ার বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থাকেন। অন্যদিকে শাসক দলের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আগামী 16 ই জানুয়ারি ফেসবুক লাইভে থাকবেন আর এই নিয়েই বর্তমানে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমালোচনা।

অনেকের মনেই কৌতুহল জাগছে, রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে কি বলেন তা নিয়ে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি ফেসবুক লাইভে এসেও বেসুরো আওয়াজ তোলেন, তাহলে একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত হাওড়া জেলা নিয়ে তৃণমূল শিবির কিন্তু বিপাকে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নতুন করে চিন্তা ভাবনা তৈরি হবে রাজ্যের শাসকদলের অন্দরে বলে দাবি বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!