এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেটে ব্যাপক খরচ বাড়ালেন অর্থমন্ত্রী স্বাস্থ্যখাতে, আমজনতার মন ছুঁতেই কি এই সিদ্ধান্ত?

বাজেটে ব্যাপক খরচ বাড়ালেন অর্থমন্ত্রী স্বাস্থ্যখাতে, আমজনতার মন ছুঁতেই কি এই সিদ্ধান্ত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথামতো জানাই ছিল আজকের বাজেটে স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। ঠিক সেভাবেই করোনার পর প্রথম বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের স্বাস্থ্যখাতে উপুরহস্ত হলেন। করোনার আগে থেকেই দেশের অর্থনীতি রীতিমতো ধাক্কা খাচ্ছে বলে মত রাজ্যের অর্থনৈতিক বিশেষজ্ঞদের। তাই এবারের বাজেটের ওপর কড়া নজর রয়েছে সবার। বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্য খাতে ব্যাপক খরচ বাড়িয়ে দিলেন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, গত অর্থবর্ষের তুলনায় এবারে দেশের স্বাস্থ্যখাতে প্রায় 135% খরচ বাড়ানো হলো। 2021-22 অর্থবর্ষে ভারতের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 2 লক্ষ 38 হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ঘোষণা করেছেন, এবারের বাজেটের অন্যতম বিষয় হলো স্বাস্থ্য। এবং করোনার নিরিখে তা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামীদিনে আর নতুন কোনো সংক্রামক রোগ যাতে দেশের অর্থনীতিতে কোন রকম আঘাত হানতে না পারে, তার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবার। আগামী 6 বছরে নতুন রোগ থেকে বাঁচতে প্রাথমিক স্বাস্থ্য খাতে 64 হাজার 189 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি দেশের সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাব তৈরীর কথা বলেছেন অর্থমন্ত্রী। 602 টি জেলার সমস্ত ব্লকে ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল তৈরি করা হবে কেন্দ্রীয় তত্ত্বাবধানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও গোটা দেশজুড়ে 17 টি নতুন পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হবে এবং 15 টি হেলথ এমার্জেন্সি সেন্টার খোলা হবে দেশজুড়ে। এছাড়াও সাতটি বায়োসেফটি ল্যাব খোলা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও আগামী দিনে দেশের গ্রামাঞ্চলে শুরু হতে চলেছে পুষ্টি অভিযান। এবং এবারের বাজেটে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, চলতি বছরে করোনার টিকাকরণের ক্ষেত্রে বিপুল হারে অর্থ বরাদ্দ করেছেন দেশের অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এবছর করোনার টিকাকরণের জন্য মোট 35 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, টিকাকরণের ক্ষেত্রে আরও টাকার দরকার পড়লে তা সরকার দেবে।

স্বাভাবিকভাবেই অর্থমন্ত্রীর করোনা নিয়ে এই ঘোষণা দেশের আমজনতাকে অনেকটাই নিশ্চিত করলো বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ভ্যাকসিনের খরচ কে দেবে? বলে কিছুদিন আগেই বিরোধীরা রব তুলেছিলেন। এদিন সেই প্রশ্নের জবাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার হাত থেকে বেরিয়ে আসার জন্য ভারত সরকার সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি রাজ্যগুলিকেও কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। তবে বিরোধীরা অর্থমন্ত্রীর এই দাবিকে মোটেই মান্যতা দিচ্ছেন না। তবে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যখাতে যেভাবে খরচ বাড়ালেন, তাতে আমজনতার মন ছুঁতে কেন্দ্রীয় সরকার যে যথেষ্ট বদ্ধপরিকর সে কথা স্পষ্ট হয়েছে এদিনের বাজেটে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!