এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় স্বামীজীর বিরাট মূর্তির দাবি জানালেন তৃণমূল সাংসদ

স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় স্বামীজীর বিরাট মূর্তির দাবি জানালেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামী বিবেকানন্দের বাড়ি ও শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে চলছে একাধিক ধর্মীয় অনুষ্ঠান। আজ স্বামীজীর ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজীর সিমলা স্ট্রিটের বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে করোনা সংক্রমনের কারণে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে নিয়ম মেনে রাজনীতিবিদদের প্রবেশ করতে দেয়া হচ্ছে সেখানে। আজ কেন্দ্রের ও রাজ্যের একাধিক নেতা মন্ত্রী স্বামীজীর সিমলা স্ট্রিটের বাড়িতে এসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন।

আজ স্বামীজীর বাড়িতে এসে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর সঙ্গে এখানে এসেছিলেন তিনি। চোখের সামনে এই বাড়িটি তৈরি হয়েছিল। এই বাড়ি সকলের গর্বের। এরপরই তিনি জানালেন যে, তাঁর একটা প্রত্যাশা আছে। তা হল সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি যেমন বানানো হয়েছে, তেমনই কলকাতায় স্বামী বিবেকানন্দের এরকমই একটি মূর্তি কেন্দ্রীয় সরকার নির্মাণ করুক। তিনি এ বিষয়ে দাবি জানিয়েছেন লোকসভায়। প্রধানমন্ত্রীকে একথা জানিয়েছেন তিনি, জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকেও।

আজ স্বামীজীর সিমলা স্ট্রিটের বাড়িতে সৌজন্য বিনিময় করতে দেখা গেল কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হলেও কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, এবারেই শেষ। আর তো তিনি থাকবেন না। সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ৩০০ কোটি টাকা দিয়ে বানানো হয়েছে, এবার কলকাতায়ও এমন একটা মূর্তি বানানো হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সিমলা স্ট্রীটে স্বামীজীর বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিকে কটাক্ষ করলেন শশী পাঁজা। স্বামীজীর বাসভবনে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে শশী পাঁজা জানালেন যে, শুভ বুদ্ধির উদয় হোক এটা সকলেই চাইবেন। প্রতিবছর এখানে আসেন তিনি। নীরবে শ্রদ্ধা জানিয়ে তিনি চলে যান। তবে, এবার এখানে ‘ভারত মাতা কি জয়’, ও রাজনৈতিক স্লোগান দিতে দেখেছেন তিনি। তার উদ্দেশ্য নিয়ে তাঁর মনে প্রশ্ন এসেছে। তিনি জানালেন সমস্ত জায়গায় সমস্ত স্লোগান দেওয়া ঠিক নয়। দরকার হলে স্বামীজীর নামে জয়ধ্বনি দিতে পারতেন।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, এর সঙ্গে রাজনীতির কোনো ব্যাপার নেই। সাধারণ নাগরিক হিসেবে স্বামীজীকে শ্রদ্ধা জানাতে এসেছেন তাঁরা। এদিকে, আজ যুব তৃনমূলের উদ্যোগে দুপুর দুটো থেকে পদযাত্রা শুরু হতে চলেছে। গোলপার্কের স্বামীজীর মূর্তিতে মাল্যদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত চলবে তৃণমূলের পদযাত্রা। অন্যদিকে শ্যামবাজার থেকে থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে বিজেপি। যেখানে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ অন্যান্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!