এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > অস্বস্তি বাড়িয়ে হেভিওয়েট বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার সাঁটালেন ক্লাবের সদস্যরা

অস্বস্তি বাড়িয়ে হেভিওয়েট বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার সাঁটালেন ক্লাবের সদস্যরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নামে নিখোঁজ পোস্টার দিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। অভিযোগ করা হয়েছে, করোনা সংক্রমণ কালে ও ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে নিখোঁজ হয়েছেন বিজেপি বিধায়ক। গতকাল সকালে এলাকার বিভিন্ন স্থানে এই ধরণের পোস্টার দেখা যায়। এই পোস্টার দেবার ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। তবে তৃণমূলের দাবি, এটা এলাকার মানুষের ব্যাপার, তৃণমূলের ব্যাপার নয়।

বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই। তিনি আসানসোল জেলা বিজেপির সভাপতিও। গতকাল সকালে দুর্গাপুরের নইমনগরে এক ক্লাবের সদস্যরা তাঁর নামে নিখোঁজ পোস্টার দিয়েছেন। কোর্টমোড়, বস্তি এলাকা সহ নানা স্থানে এই পোস্টার দেখা গেল। যে পোস্টারে লেখা আছে যে, করোনা সংক্রমণ কালে ও ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই নিখোঁজ হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে এই ক্লাবের জনৈক সদস্য মহম্মদ আকরম খান জানালেন যে, করোনা সংক্রমণকালে প্রকৃত জনপ্রতিনিধিকে তারা চাইছেন। করোনার পরীক্ষা করা হচ্ছে না। ভ্যাকসিন ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের কারণে দুঃস্থ মানুষদের ত্রাণের রয়োজন আছে। কিন্তু বিধায়ককে তাঁরা খুঁজে পাচ্ছেন না। তাই তাঁর খোঁজে তাঁরা পোস্টার দিয়েছেন। গতকাল এই পোস্টার দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এই ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কে।

এ প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘোড়ুই জানালেন যে, এই সমস্ত কিছু হল তৃণমূলের নোংরামি যারা পোস্টার দিয়েছেন, তারা হলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। মানুষ জানেন যে, তিনি তাদের পাশে রয়েছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর বিধানসভা এলাকায় করোনা আক্রান্ত মানুষদের কাছে দুবেলা তিনি বিনামূল্যে খাবার তুলে দিয়েছেন। এলাকায় একটি অক্সিজেন পার্লার নির্মাণ করতে চেয়ে জেলা প্রশাসনের কাছে তিনি চিঠি দিয়েছেন। ৩১ নম্বর ওয়ার্ডে ঈদের সময় তিনি বস্ত্র বিতরণ করেছেন। মায়া বাজারে স্থানীয় সমস্যার সমাধান করেছেন। বিভিন্ন বিষয়ে তিনি মানুষের পাশে রয়েছেন। করোনায় মৃতের দাহ করতে প্রচুর অর্থ নেওয়া হয় জানতে পেরে শ্মশানে গিয়ে তাঁর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তবে, এ প্রসঙ্গে দুর্গাপুর দু’নম্বর যুব তৃণমূল সভাপতি রাজু সিংহ জানালেন যে, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এর মধ্যে কোন রাজনীতি নেই। এলাকার ছেলেরা এই পোস্টার দিয়েছেন। দুর্গাপুরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিধায়ককে। মানুষের তাঁকে প্রয়োজন। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা স্বাক্ষর প্রয়োজন হলেও বিধায়ককে পাওয়া যাচ্ছে না। তবে, পোস্টার দেওয়াকে তিনি সমর্থন করেননি। তিনি প্রসঙ্গে তিনি শুধু জানিয়েছেন, এটা এলাকার স্থানীয় মানুষের বিষয়। এভাবেই হেভিওয়েট বিধায়কের নামে নিখোঁজ পোস্টার ও তাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর দেখা গেল দুর্গাপুরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!