এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জামিনে মুক্তি পেয়ে আবেগে ভেসে সোশ্যাল মাধ্যমে মুখ দেখালেন তৃণমূলের হেভিওয়েট নেতা

জামিনে মুক্তি পেয়ে আবেগে ভেসে সোশ্যাল মাধ্যমে মুখ দেখালেন তৃণমূলের হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য রাজনীতিতে সবথেকে বিতর্কিত আলোচনার বিষয় ছিল নারদ তদন্ত। দীর্ঘদিন এই নারদ তদন্ত চালানোর পর সিবিআই এর পক্ষ থেকে গত 17 ই মে গ্রেফতার করা হয় তৃণমূলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। একইসাথে গ্রেপ্তার হন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। প্রত্যেকেরই জেল হেফাজত হয়। কিন্তু ফিরহাদ হাকিম বাদ দিয়ে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন জেলে গিয়ে।

যথারীতি তাঁদের স্থান হয় এসএসকেএম হাসপাতালে। এরপর হাইকোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই চার নেতার জামিন স্থগিত মামলায় একমত হতে না পেরে চারজনকে গৃহবন্দি থাকার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে একে একে বাড়ির পথ ধরেন সবাই। গতকাল নজিরবিহীনভাবে হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর ডিভিশন বেঞ্চের হাত ধরে প্রত্যেক অভিযুক্ত নেতাই অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন। যদিও তাঁদের জন্য বেশ কিছু শর্ত আরোপিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যে অন্যতম হলো সংবাদমাধ্যমে এই মামলার তদন্ত নিয়ে কোনো কথা বলা যাবেনা। অন্যদিকে মুক্তির স্বাদ পেতেই কামারহাটির বিধায়ক মদন মিত্র স্বমহিমায়। বরাবরই মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন বেশি। জামিন পাওয়ার পর সেই নিয়মের অন্যথা হয়নি। মদন মিত্র আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসেন। তিনি দাবি করেছেন, গণমাধ্যমে সামনে মুখ খুলতে বারণ করা হলেও নিজের সাথে কথা বলতে কোন বারণ নেই।

আর তাই তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন। কিছুদিন আগেই অবশ্য হাসপাতাল থেকে সরাসরি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই নিয়েও বিতর্ক কম হয়নি। তবে এক্ষেত্রে মদন মিত্র আদালত অবমাননা করেছেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগামী সোমবার হাইকোর্টে নারদ মামলার পরবর্তী শুনানি, আর সেখানেই বোঝা যাবে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখানো মদন মিত্রের কাছে নতুন কোন বিপদ ডেকে আনল কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!