এখন পড়ছেন
হোম > জাতীয় > আর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিউনিজম-লেনিনিজমের ভাই সোশালিজমের ‘বিয়ে’?

আর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিউনিজম-লেনিনিজমের ভাই সোশালিজমের ‘বিয়ে’?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  উত্তাল রাজ্য রাজনীতি। আর তার মাঝেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এক তামিল পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে পাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, ইতিমধ্যেই সালেমে একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে। যেখানে পাত্রীর নাম লেখা রয়েছে পি মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাত্র হিসেবে নাম রয়েছে এ এম সোশালিজমের।

প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখে রীতিমত হতচকিত খেয়ে গিয়েছিলেন অনেকে। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষকে বোকা বানানোর জন্য এইরকম মশকরা করা হচ্ছে। তবে পরবর্তীতে এই ঘটনার জের সম্পূর্ণরূপে বাস্তবতা রয়েছে, তার প্রমাণ পাওয়া গেল। যেখানে পাত্রের পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে স্বীকার করে নেওয়া হল যে, এই বিবাহ হচ্ছে এবং তা বাস্তব।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত তামিলনাডু সালিম জেলার লেলিন মোহন। তার ছেলের সঙ্গেই এবার বিয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন এই প্রসঙ্গে এ মোহন বলেন, “সোভিয়েত রাশিয়ার পতনের পর মানুষ বলছে, কমিউনিজম মুছে গিয়েছে। কমিউনিস্টরা আদর্শকে অনুসরণ করবে না। এই সংক্রান্ত একাধিক খবর সেই সময় দূরদর্শনের সম্প্রচারিত হয়েছে। সেই নিয়ে আমার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন। তাই আমি তার নাম কমিউনিজম রাখি। আমি মনে করি, যতদিন মানব সভ্যতা জীবিত, কমিউনিজমের পতন নেই।”

এদিকে পাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাখা নিয়েও জবাব দিয়েছেন।

আমন্ত্রণপত্রের চিত্র

এমন তিনি বলেন, “বাম আদর্শ অনুকরণে আমি আমার সন্তানদের নাম রাখতে চেয়েছিলাম। সেই অনুযায়ী নাম হয়েছে। তবে কনে আমাদের আত্মীয় এবং তার দাদু কংগ্রেসী আদর্শে বিশ্বাসী। সেই পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনুপ্রাণিত। তাই কন্যা সন্তানের নাম মমতার নামে রেখেছে। আমরা চাই, আগামী প্রজন্ম এই ধারা অব্যাহত রাখুন। যেমন আমি আমার নাতির নাম দিয়েছি মার্কসিজম। এরপর যদি কোনো নাতনি হয় তাহলে তার নাম দেবো কিউবাইজম।” ইতিমধ্যেই এই ব্যাপারে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই রকম ঘটনা সত্যিই দেখা যায় না। বিয়ের কার্ডেও যেভাবে পারিবারিক পরম্পরাকে বজায় রেখে রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা কার্যত বেনজির। এভাবেই তারা নিজেদের পরম্পরাকে ধরে রাখতে চান বলে জানিয়ে দিয়েছেন বাড়ির কর্তা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কট্টর বামপন্থীর বিয়ে রীতিমত নজর কেড়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!