এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় আইপ্যাকের টিমকে নজরবন্দী করায় এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক ব্যানার্জ্জী, চাপানউতোর তুঙ্গে

ত্রিপুরায় আইপ্যাকের টিমকে নজরবন্দী করায় এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক ব্যানার্জ্জী, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের জয়ের পর থেকেই তৃণমূলের লক্ষ্য যে আগামী লোকসভা নির্বাচন তা এখন সবার জানা। পাশাপাশি বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরি করার দিকে ঝুঁকেছে এখন দল। সেই সূত্রে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরাতে তৃণমূল এবার ঘাঁটি গাড়ার চেষ্টায়। আগামী 2023 সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর তার আগেই ত্রিপুরায় পৌঁছে গেছে তৃণমূলের স্ট্রাটেজি টিম আইপ্যাক। কিন্তু ত্রিপুরায় গিয়ে সেখানকার বিজেপি সরকারের কোপে পড়েছে তাঁরা। কার্যত আইপ্যাকের  23 জন কর্মীকে ত্রিপুরার একটি হোটেলে আটকে রেখে জেরা চালানো হচ্ছে বলে খবর এসেছে। আর সেই নিয়ে এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিষেক ব্যানার্জ্জী।

আগরতলার মঠ চৌমুহনীতে উডল্যান্ড পার্ক হোটেলে আইপ্যাকের দলকে নজরবন্দি করা হয়েছে। আর তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার টুইট করে ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন, ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই তৃণমূলকে ভয় পেয়ে গেছে বিজেপি। কার্যত এর পেছনে বাংলার জয় কাজ করছে বলেও দাবী করেছেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, প্রতিটি রাজ্যের তৃণমূলের সংগঠনকে তৈরি করা। এমনকি তিনি এটাও জানিয়েছিলেন, বিভিন্ন রাজ্যের সংগঠন বাড়িয়ে তৃণমূলের লক্ষ্য সেখানকার সরকার গঠনের জন্য ঝাঁপিয়ে পড়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, 2024 এর লোকসভা নির্বাচনের আগেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে অন্যতম চ্যালেঞ্জ। পাশাপাশি ত্রিপুরায় বিজেপি সরকার, সেক্ষেত্রে তৃণমূলের কাছে চ্যালেঞ্জ যে আরও কঠিন তা বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে এ রাজ্যের তৃণমূলের জয়ের পেছনে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সে কথা স্পষ্ট। আর তাই এবার ত্রিপুরার মাটিতে সমীক্ষা চালানোর কাজে পা রাখার সাথে সাথে আইপ্যাক টিমকে নজরবন্দি করে নেওয়া গেরুয়া শিবিরের তৃণমূলকে নিয়ে অতি সতর্ক থাকার বার্তাই দিচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে ত্রিপুরা বিজেপি।

যদিও ত্রিপুরার বিজেপির এক মুখপাত্র ইতিমধ্যেই জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বেশ কিছু নিয়মাবিধি সে রাজ্যে রয়েছে। সেক্ষেত্রে বাইরে থেকে অনেকে আসায় প্রশ্ন উঠেছে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কিন্তু এর সঙ্গে এটাও তিনি জানিয়েছেন, ত্রিপুরায় তৃণমূলের সংগঠনের বিশেষ কিছুই নেই যেখান থেকে বিজেপি তাঁদের ভয় পাবে। সবমিলিয়ে ত্রিপুরার রাজনীতিতে এবার একটু একটু করে জমে উঠছে তৃণমূল ও বিজেপির লড়াই। আর এই লড়াইয়ের ক্ষেত্রে আইপ্যাক যে বিশেষ ভূমিকা গ্রহণ করবে তা বলাইবাহুল্য। কার্যত 2023 এর বিধানসভা নির্বাচনের আগে এই লড়াই কোথায় পৌঁছায়, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!