এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আবার থমকে গেল পঞ্চায়েত ভোট, ভোটের দিন ঠিক করবে কলকাতা হাইকোর্ট

আবার থমকে গেল পঞ্চায়েত ভোট, ভোটের দিন ঠিক করবে কলকাতা হাইকোর্ট

নজিরবিহীন আইনি জটে পঞ্চায়েত নির্বাচন। বিভিন্ন মামলায় আজ সারাদিন ধরেই কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন ঘিরে কৌতূহল ছিল চূড়ান্ত। সেখানে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে হওয়া এক মামলায় আদালত স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা সমর্থনযোগ্য নয়। নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা হয়েছে আদালতকে আগে জানাতে হবে, তবে ঘোষিত হবে পঞ্চায়েতের ভোটগ্রহণের দিন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ মে, ঐদিনই আদালত ঠিক করবে পঞ্চায়েতের ভোটগ্রহণ আদৌ ১৪ মে হওয়ার মত জায়গায় আছে কিনা। প্রসঙ্গত, নির্বাচনে ভোটকর্মী হিসাবে সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই আদালতে একটি জনস্বার্থ মামলা করেছেন বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল। সেই মামলাতে তিনি গত শুক্রবার, ৩০ এপ্রিল প্রধান বিচারপতিকে স্পষ্ট জানিয়েছেন রাজ্যের ৫৮ হাজারেরও বেশি বুথের জন্য রাজ্য সরকার মাত্র ৪৬ হাজার সশস্ত্র বাহিনী দিচ্ছে, এতে সার্বিকভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবির ভিত্তিতে ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিআইজি অনুজ শর্মাকে লিখিতভাবে প্রতিটি বুথের জন্য কি নিরাপত্তা নেওয়া হচ্ছে আদালতে জমা দিতে বলেছেন। সেই মামলার শুনানিও আছে আগামী ৪ মে, ফলে সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচন এখন নিরাপত্তার প্রশ্নে গভীর আইনি জটে আটকে গেল। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তা নিয়ে সন্তোষজনক ব্যবস্থার পুঙ্খানুপুংখ বিবরণ আদালত না পেলে আগামী ১৪ মে ভোটগ্রহণ নাও হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!