সামনে কঠিন লড়াই, মহেশতলা উপনির্বাচন নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র রাজ্য May 1, 2018 মহেশতলা উপনির্বাচন নিয়ে জল্পনা বাড়িয়ে এদিন গ্রামীন কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করা মন্তব্য ছিল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের।আলিমুদ্দিন স্ট্রীটের মুজাফ্ফর আহমেদের ভবনে দঁড়িয় তিনি বললেন, “কঠিন লড়াই। তবে যে লড়াই কঠিন,সেটাই লড়াই। আমি বিশ্বাস করি মানুষই ইতিহাস তৈরি করে।” এরই সঙ্গে তিনি জানান, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক মানুষের জোটই লড়বে। রাজ্যের পঞ্চায়েত ভোটের আবহে জোটের বিস্তারিত বিশ্লেষণে যাননি তিনি। তবে তিনি জানান যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা নিয়ে ফোনে আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করতে অসুবিধা নেই। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন স্তরেই বিজেপির তুলনায় কম প্রার্থীর মনোনয়ন করতে পেরেছে সিপিএম। রাজ্য সম্পাদকের আরো জানান যে, সিপিএম প্রধান এলাকাগুলোতে বিজেপিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি। তবে তৃণমূল শক্তিসম্পন্ন এলাকাগুলো বিজেপিকে আটকানোর খবর পাওয়া গেছে। বিজেপি-তৃণমূলের সম্পর্ক নিয়ে সিপিএম রাজ্যসম্পাদক বিজেপি-তৃণমূলের সম্পর্ক নিয়ে বললেন যে কেন্দ্র-রাজ্য বিরোধীপক্ষ ভাগাভাগি করে নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপিকে প্রধান বিরোধী হিসেবে চাইছেন। অন্যদিকে তিনি কেন্দ্রে প্রধান বিরোধী হতে চাইছেন। রাজ্যে আরএসএস-কে শাখা খুলতে সাহায্য করেছেন।আরএসএস তৃণমূলের আমলে ১১ গুণ বেড়েছে যার নজির বামেদের ৩৪ বছরে শাসনে মেলেনি। আরএসএস স্কুল বিল্ডিংগুলিতে বৈঠক করে। কিন্তু বামেরা সভা করার জন্য এরকম সাহায্য পায়না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বুঝতে পারছেন না উনি ‘ছোট প্লেয়ার’, বিজেপি ‘বড় প্লেয়ার’।এই সুযোগ বিজেপি ব্যবহার করছে সফলভাবে। ৭০ বছরে প্রথম রাজ্যের সবথেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে এমনটাই মতামতে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আপনার মতামত জানান -